এক দিনে ৩১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

এইডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে ৩১৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2021, 01:15 PM
Updated : 5 Sept 2021, 01:15 PM

এর আগের দিন শনিবার ২৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই হিসেবে একদিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৬২ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৫৩ জন।

গত ১৭ অগাস্ট ৩২৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা এ বছরের সর্বোচ্চ। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী।

এ মাসের প্রথম চারদিনেই ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬০ জনের মধ্যে। আর এই সময়ে এ ভাইরাস জ্বরে মৃত্যু হয়েছে ৬ জনের।

গত অগাস্ট মাসে এ মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে যান। আর ডেঙ্গুতে মৃত্যু হয় ৩৪ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত দুই মাসেই ৫২ জন মারা গেলেন এ রোগে।

চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১১ হাজার ৮১৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১০ হাজার ৪৮১ জনই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন, সেই বছরই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল এই ভাইরাস জ্বরে।

সে বছর বিভিন্ন হাসপাতাল থেকে আসা ২৬৬টি মৃত্যু পর্যালোচনা করে ১৪৮ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল আইইডিসিআর।

পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।