একদিনে আরও ২৬৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

আগের দিন ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও তা আবার বেড়েছে; সর্বশেষ ২৪ ঘন্টায় আরও ২৬৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2021, 02:37 PM
Updated : 31 August 2021, 02:37 PM

গত একদিনে নতুন করে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য আসেনি স্বাস্থ্য অধিদপ্তরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা মহানগরীর বাইরে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন আরও ৪৬ জন।

গত সোমবার আগের ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ২৩৩ জন হাসপাতালে ভর্তি হন, রোববার এ সংখ্যা ছিল ২৫২ জন।

চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১০ হাজার ৩৫৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৯ হাজার ১১০ জন সুস্থ হয়ে ফিরে গেছেন এবং মারা গেছেন ৪২ জন।

এ বছর সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি মাসে, ৭ হাজার ৬৯৮ জন। এদের বেশিরভাগই ঢাকা মহানগরীর। অগাস্টে মারা গেছেন ৩০ জন ডেঙ্গু রোগী।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার এ মৌসুমে জুলাই থেকে উদ্বেগ বাড়াতে থাকে ডেঙ্গু। গত মাসে ২ হাজার ২৮৬ জন রোগী চিকিৎসা নিতে আসেন, মৃত্যু হয় ১২ জনের।

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।

আরও পড়ুন