ডেঙ্গুর চিকিৎসায় ৬ হাসপাতাল নির্ধারণ

এইডিস মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দ্রুত সেবা নিশ্চিতে ছয়টি হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসার জন্য নির্ধারণ করে দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2021, 11:11 AM
Updated : 23 August 2021, 11:11 AM

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এক বিজ্ঞপিতে এ তথ্য জানিয়েছে।

বিশেষায়িত হাসপাতালগুলো হল- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল।

ঢাকা মহানগরীর এই পাঁচটি হাসপাতাল ছাড়াও গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালকেও ডেঙ্গু ডেডিকেটেড করা হয়েছে।

২০১৯ সালে ভয়াবহ রূপ ধারণ করায় সে বছর দেশে এক লাখের বেশি মানুষ এই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন।

গত বছর ডেঙ্গুর প্রকোপ কমে এলেও এবার মহামারীর মধ্যে জুলাই থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগে রয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৪১ জন রোগী। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন।