অগাস্টের ৬ দিনেই দেড় হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ২০৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2021, 02:20 PM
Updated : 7 August 2021, 02:21 PM

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৯৪ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ১০ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে এসেছেন।

এ নিয়ে অগাস্টের প্রথম ৬ দিনেই ১ হাজার ৬৬১ জনকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হল।

গেল জুলাই মাসে সব মিলিয়ে দেশে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা নিতে হাসপাতালে যেতে হয়েছে, যা এ মৌসুমে এক মাসের সর্বোচ্চ।

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্নক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে এবার জুলাই থেকে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় উদ্বেগে রয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৯৯৭ জন ডেঙ্গু রোগী, যাদের ৯৫৮ জনই ঢাকা মহানগরীর।

দেশে এ বছর চিকিৎসা নেওয়া ৪ হাজার ৩১৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩১২ জন।

এছাড়া ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য এসেছে আইইডিসিআরে।