একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ২০০ ছাড়াল

ডেঙ্গুর প্রকোপ বাড়ার খবরের মধ্যে এতদিন পর্যন্ত একদিনে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দুইশর নিচে ছিল, যা রোববার বছরের সর্বাধিক ২৩৭ জন হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 02:17 PM
Updated : 1 August 2021, 02:17 PM

এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে এ বছর এটাই একদিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা।

শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিল বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

অধিদপ্তরের সর্বশেষ হিসাবে এখন পর্যন্ত সারাদেশে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮৯৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে রোববার ৮৬২ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকায় ৮২৮ জন এবং বিভিন্ন জেলায় ৩৪ জন।

রোববার ভর্তি ২৩৭ জনের মধ্যে ২১৮ জনই ঢাকার। রাজধানীর বাইরেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবার ঢাকার বাইরে একদিনে এত রোগী এই রোগ নিয়ে হাসপাতালে আসেননি।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহে ৩ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন এবং রংপুর বিভাগে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে ২৯ জুলাই সকাল আটটা পর্যন্ত ২ হাজার ৮৯৫ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে। এর মধ্যে ২ হাজার ২৮৬ জনই জুলাই মাসের।

অগাস্টের প্রথম দিন বছরের সর্বোচ্চ ২৩৭ জনের আক্রান্ত হওয়ার খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে যাদের তথ্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। তবে তাদের মৃত্যু ডেঙ্গুর কারণেই কিনা তা নিশ্চিত করেনি সংস্থাটি।

আরও পড়ুন