আরও ২০০ টন অক্সিজেন আসছে ভারত থেকে

ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেসে করে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন আসছে বাংলাদেশে।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2021, 12:13 PM
Updated : 24 July 2021, 12:13 PM

শনিবার ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এত দিন দেশের অভ্যন্তরে অক্সিজেন পরিবহন করলেও এবার প্রথমবারের মত তা প্রতিবেশী দেশে পরিবহন করা হচ্ছে।

শনিবার বিকালে অক্সিজেন এক্সপ্রেস ১০টি কন্টেইনারে ২০০ টন অক্সিজেন নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে।

এর আগে ঈদের দিন বুধবার জরুরিভাবে ভারত থেকে বাংলাদেশে আসে ১৮০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেনের একটি চালান।

ওই দিন ভারতীয় অংশের পেট্রাপোল থেকে ১১টি ট্যাংকারে অক্সিজেনের চালানটি পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ।

মহামারীর দ্বিতীয় ঢেউয়ে ভারতে অক্সিজেন সঙ্কট দেখা দিলে দেশটি থেকে অক্সিজেন আমদানি বন্ধ ছিল।

এরপর সেখানে পরিস্থিতির উন্নতি হলে সাময়িক বিরতির পর ৫ জুলাই আবার অক্সিজেনের একটি চালান আসার মাধ্যমে সরবরাহ শুরু হয়। 

সর্বশেষ ২০০ টন চালানের বিষয়ে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায় টাটা।

এরপর সকাল ৯টা ২৫মিনিটে কনটেইনারে ওই তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এই অক্সিজেন বাংলাদেশে পৌঁছানোর পর তা দেশটির চলমান কোভিড পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলিতে সরবরাহ করা হবে।“

২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়। এই পর্যন্ত দেশটির অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চলাচল করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারত তার মহামারী পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে চিকিৎসা সরঞ্জামের সরবরাহ ভাগ করে নেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।”