চীনা উপহারের ৬ লাখ টিকা পৌঁছাবে বিকালে

দ্বিতীয় দফায় চীন সরকারের দেওয়া উপহারের ৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা বিকালে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 08:06 AM
Updated : 13 June 2021, 08:06 AM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর দুটি সি-১৩০জে পরিবহন বিমান টিকা নিয়ে সকাল ১০টায় চীন থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছে।

উড়োজাহাজ দুটি বিকাল ৫টা ৩০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠিয়েছিল চীন। গত ২৫ মে থেকে এই টিকার প্রয়োগও শুরু হয়েছে দেশে। পরে বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দেওয়ার কথা জানায় চীন সরকার।

উপহারের প্রথম চালান আসার আগেই বাংলাদেশ সরকার সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছিল। চীনের দ্বিতীয় টিকা হিসেবে সম্প্রতি সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কোম্পানির তৈরি করোনাভাইরাসের টিকাও বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।

চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনতে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশে চীনা টিকা উৎপাদনের আলোচনাও চলছে।