রোজা রেখে টিকা নিতে সমস্যা নেই: ইসলামিক ফাউন্ডেশন
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2021 03:29 PM BdST Updated: 15 Mar 2021 03:29 PM BdST
-
ফাইল ছবি
রোজা রেখে করোনাভাইরাসের টিকা নিতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে দেশের জ্যেষ্ঠ আলেমদের সঙ্গে এক মতবিনিময়ে এ বিষয়ে ঐকমত্য হয় বলে সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, সভায় রোজার মাসে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের সুরক্ষার জন্য টিকা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
“আলোচনায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন যে, যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী বা পাকস্থলিতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমগণও একইরূপ মত পোষণ করেছেন। কাজেই রোজা রেখে করোনাভাইরাসের টিকা গ্রহণ করা যাবে।”
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে আশা হয়েছে এসেছে টিকা। বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান শুরু হয়েছে।
যারা ইতোমধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিতে হবে দুই মাস পর। ফলে ফেব্রুয়ারিতে যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের তারিখ পড়বে এপ্রিলে রোজার মধ্যে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় দেশের জ্যেষ্ঠ আলেমরা ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের সচিব জনাব মো. নূরুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
-
ভারতে বেসরকারি খাতে ৬০০ রুপিতে টিকা বেচবে এসআইই
-
করোনাভাইরাস: ’সামাজিক দুর্গ’ গড়তে চায় ব্র্যাক
-
লকডাউনের সপ্তাহে রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর খবর
-
বিষণ্নতা ও স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়ায় কোভিড: গবেষণা
-
টিকার দ্বিতীয় ডোজ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ
-
করোনাভাইরাসের টিকা নিলেন ওবায়দুল কাদের
-
যুক্তরাষ্ট্রের ট্রায়ালে অ্যাস্ট্রাজেনেকার টিকা ৭৬% কার্যকর
-
টিকার পরবর্তী চালান ২৬ মার্চের পর: স্বাস্থ্য সচিব
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত