টিকা নিয়ে যাদের ভয় ছিল, কেটে গেছে: স্বাস্থ্য সচিব
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2021 03:09 PM BdST Updated: 09 Feb 2021 03:09 PM BdST
স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেছেন, করোনাভাইরাসের টিকা নিয়ে প্রথম দিকে কারও কারও মধ্যে ভয় থাকলেও এখন তা কেটে গেছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্র ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যতটা ভয়ভীতি ছিল, এখন একেবারেই নাই; একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।”
করোনাভাইরাসের গণ টিকাদান শুরুর পর তৃতীয় দিনের মত টিকা দেওয়া চলছে সারা দেশে। মঙ্গলবার ঢাকা মেডিকেলের টিকাকেন্দ্রে আগের দুদিনের চেয়ে ভিড় বেশি দেখা গেছে। তাদের মধ্যে বয়ষ্ক নাগরিকরাও রয়েছেন।
আবদুল মান্নান বলেন, “আপনারা (সাংবাদিক) নিজেরাই দেখছেন, আমার বলার কিছু নাই। মানুষের লাইন আছে, একের পর এক আসছে এবং টিকা দেওয়ার কোনো ঝামেলা নাই। অনেকের কাছে জানতে চেয়েছি, কিন্তু সবাই জানিয়েছেন, টিকা নেওয়ার পর কোনো অস্বস্তি তারা বোধ করছেন না।”
সামনের দিনগুলোতে আরও বেশি মানুষ আসবে এবং সামগ্রিক পরিবেশ আরও বেশি ‘উৎসবমুখর’ হবে বলে আশা প্রকাশ করেন সচিব।
ইতোমধ্যে ছয় লাখের বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন জানিয়ে তিনি বলেন, “আমরা চাইছি মানুষ নিরাপদে এবং আনন্দের সঙ্গে টিকা নেবে। ভিড় করার দরকার নেই। আমাদের সমস্ত সাপোর্ট এখানে দেওয়া আছে।”
সবাইকে নিবন্ধন করে টিকা নিতে আসার আহ্বান জানিয়ে মান্নান বলেন, “স্পটেও রেজিস্ট্রেশন করছি, কিন্তু কোনটা করছি? বয়ষ্ক মানুষ চলে এসেছেন, উনার রেজিস্ট্রেশন করে দিচ্ছি।”
সবাইকে আশ্বস্ত করে সচিব বলেন, “অস্থিরতা কোনো কারণ নেই। পর্যাপ্ত ভ্যাকসিন আছে। আরও ভ্যাকসিন আমরা পাচ্ছি বিভিন্ন সোর্স থেকে।”
বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে।
সরকারের কেনা এ ভ্যাকসিনের তিন কোটি ডোজের মধ্যে প্রথম ৫০ লাখ ডোজ গত মাসে হাতে আসার পর প্রধানমন্ত্রী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া ভারতের উপহার হিসেবে আরও ২০ লাখ ডোজ অক্সফোর্ডের টিকা পেয়েছে বাংলাদেশ।
স্বাস্থ্য সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকেও বাংলাদেশ অক্সফোর্ডের টিকা পাবে। এছাড়া ফাইজারের কিছু টিকাও আসবে।
আর সেরাম ইনস্টিটিউট থেকে প্রতি মাসে যে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা, তার ফেব্রুয়ারির চালান আসার তারিখ চূড়ান্ত না হলেও সময়মতই তা পাওয়া যাবে বলে জানান তিনি।
আবদুল মান্নান বলছেন, সব মিলিয়ে দেশে টিকা নিয়ে কোনো সঙ্কট ‘হবে না’ বলেই সরকার আশা করছে।
“যতদিন জনগণ টিকা নিতে চাইবে, টিকার মূল্য যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সুরক্ষা দিতে মানসিকভাবে ও আর্থিকভাবে প্রস্তুতি নিয়েছেন।”
যে টিকা বাংলাদেশে দেওয়া হচ্ছে, তার প্রতিটি ভায়ালে থাকে ১০টি ডোজ। অর্থাৎ, প্রতিটি ভায়াল খোলার পর দশজনকে টিকা দেওয়া যায়।
এ ক্ষেত্রে কোনো অপচয় হওয়ার সুযোগ থাকছে কি না- সেই প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম বলেন, “যে কোনো ক্ষেত্রে ১০ শতাংশ 'ওয়াস্টেজ' ধরেই হিসাবে করা হয়। তারপরও আমরা বলেছি দশের গুণিতক লোক না আসা পর্যন্ত ভায়াল না খুলতে। তবে আমরা হিসাবে করে দেখেছি, অপচয় দশ শতাংশ এখনো হয়নি।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, এ কেন্দ্রে সোমবার ৫০০ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছিল। মঙ্গলবার দুপুরের আগেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে।
-
করোনাভাইরাসে মৃত্যুর সঙ্গে স্থূলতার যোগ: গবেষণা
-
আরও ৩ কোটি ডোজ টিকা আনা হবে: প্রধানমন্ত্রী
-
টিকা নিয়েছেন ২৮ লাখের বেশি মানুষ
-
টিকা নিয়েও ত্রাণ সচিবের কোভিড-১৯: যা বলছে স্বাস্থ্য অধিদপ্তর
-
দ্বিতীয় চালানে এল ২০ লাখ টিকা
-
করোনাভাইরাস: আরো ১৫ মৃত্যু, শনাক্ত ৩৯১
-
অক্সফোর্ডের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল ডব্লিউএইচও
-
কয়েক মাসের মধ্যেই শিশুদের টিকা পাওয়ার আশা
-
করোনাভাইরাস: এক দিনে ৬৩৫ রোগী শনাক্ত
-
সেরাম ইনস্টিটিউট থেকে আরও ৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টায় বাংলাদেশ: রয়টার্স
-
করোনাভাইরাসে মৃত্যুর সঙ্গে স্থূলতার যোগ: গবেষণা
-
করোনাভাইরাস: এক দিনে ৭ মৃত্যু, ৬১৯ রোগী শনাক্ত
-
টিকা বেশি এলে তখন পাবে ৪০ বছরের কম বয়সীরা: স্বাস্থ্যমন্ত্রী
-
করোনাভাইরাস: পাঁচ সপ্তাহ পর ফের ৬০০ ছাড়াল শনাক্ত রোগী
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র