স্বামী ৮৯, স্ত্রী ৮১, টিকা নিয়ে বাড়ি গেলেন হাসিমুখে
কামাল হোসেন তালুকদার, জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2021 12:11 PM BdST Updated: 09 Feb 2021 01:18 PM BdST
ছয়টি দশক তারা একসঙ্গে কাটিয়ে দিয়েছেন; বাকি দিনগুলোও সুস্থ দেহে মহামারীমুক্ত পৃথিবীতে বাঁচতে চান একসঙ্গে। সেই আশা নিয়েই করোনাভাইরাসের টিকা নিলেন অশিতীপর এক দম্পতি।
৮১ বছর বয়সী রওশন আরা আর ৮৯ পেরোনো আব্দুল মতিন থাকেন ঢাকার রামপুরায়। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে এসে একসঙ্গে টিকা নিয়েছেন তারা।
যে হাসিমাখা মুখ নিয়ে এই জ্যেষ্ঠ নাগরিক দম্পতি টিকাকেন্দ্রে এসেছিলেন, টিকা নেওয়ার পর তারা বাড়ি ফিরে গেলেন মুখে সেই হাসি আর স্বস্তি নিয়েই।
রওশন আরা তার স্বামীকে বলছিলেন, “টিকা নেওয়ার সময় আমি তো টেরই পেলাম না, তুমি?”

কর্মজীবনে রওশন আরা মতিন ছিলেন ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক। হাসতে হাসতে বললেন, “এখানকার সবই তো আমার স্টুডেন্ট। পরিচিত অনেকের সাথে দেখা হল, খুবই ভালো লাগছে।”
আবদুল মতিন ছিলেন প্রকৌশলী। দেশে পলিটেকনিক ইনস্টিটিউটে কাজ করেছেন এক সময়; চাকরি করেছেন বিদেশেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, “টিকা ভালো, টিকা সবার নেওয়া উচিত।”

তিনি বললেন, “উনারা এখনও করোনাভাইরাসে আক্রান্ত হননি, এটা স্বস্তির বিষয়। এত বয়স হলেও মানসিকভাবে তারা অনেক শক্ত। টিকা নেওয়ার পর দুজনেই ভালো আছেন।”
করোনাভাইরাসের গণ টিকাদান শুরুর পর তৃতীয় দিনের মত টিকা দেওয়া চলছে সারা দেশে। মঙ্গলবার ঢাকা মেডিকেলের টিকাকেন্দ্রে আগের দুদিনের চেয়ে ভিড় বেশি দেখা গেল। তাদের মধ্যে বয়ষ্ক নাগরিকরাও এসেছেন।
টিকা কার্যক্রমের সঙ্গে যুক্ত চিকিৎসক তাসমিনা পারভীন বলেন, “আমাদের এখানে প্রথম দিন ২৭০ জন টিকা নিয়েছিলেন। গতকাল নিয়েছেন ৫০০ জন। আর আজ তৃতীয় দিনে সকালেই অনেকে এসেছেন টিকা নিতে।”

টিকা কেন্দ্রে অবজারভেশন কক্ষে চেয়ার ছাড়াও ছয় বিছানার একটি কক্ষ রয়েছে। এই তিনদিনে কাউকে সেই বিছানায় থাকতে হয়নি বলে জানান দায়িত্বরত একজন নার্স।
তিনি বলেন, “টিকা দেওয়ার পর সবাই চেয়ারে একটু বিশ্রাম করেই চলে যান। এমন খারাপ কারো লাগেনি যে বিছানায় যেতে হবে।”
গত দুদিনে সারাদেশে ৭৭ হাজার ৬৬৯ জন কোভিড-১৯ টিকা নিয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
অধিদপ্তরের মেডিকেলে ইনফরমেশন সার্ভিসেস বিভাগ জানিয়েছে, দ্বিতীয় দিন যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে ৯২ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। আগের দিন সে রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছিল ২১ জনের মধ্যে।

বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে।
এই টিকা নিরাপদ এবং করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
-
করোনাভাইরাসে মৃত্যুর সঙ্গে স্থূলতার যোগ: গবেষণা
-
আরও ৩ কোটি ডোজ টিকা আনা হবে: প্রধানমন্ত্রী
-
টিকা নিয়েছেন ২৮ লাখের বেশি মানুষ
-
টিকা নিয়েও ত্রাণ সচিবের কোভিড-১৯: যা বলছে স্বাস্থ্য অধিদপ্তর
-
দ্বিতীয় চালানে এল ২০ লাখ টিকা
-
করোনাভাইরাস: আরো ১৫ মৃত্যু, শনাক্ত ৩৯১
-
অক্সফোর্ডের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল ডব্লিউএইচও
-
কয়েক মাসের মধ্যেই শিশুদের টিকা পাওয়ার আশা
-
করোনাভাইরাস: এক দিনে ৬৩৫ রোগী শনাক্ত
-
সেরাম ইনস্টিটিউট থেকে আরও ৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টায় বাংলাদেশ: রয়টার্স
-
করোনাভাইরাসে মৃত্যুর সঙ্গে স্থূলতার যোগ: গবেষণা
-
করোনাভাইরাস: এক দিনে ৭ মৃত্যু, ৬১৯ রোগী শনাক্ত
-
টিকা বেশি এলে তখন পাবে ৪০ বছরের কম বয়সীরা: স্বাস্থ্যমন্ত্রী
-
করোনাভাইরাস: পাঁচ সপ্তাহ পর ফের ৬০০ ছাড়াল শনাক্ত রোগী
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র