টিকা রপ্তানির আগে ভারতের চাহিদা মেটাবে সেরাম ইনস্টিটিউট
>> রয়টার্স
Published: 04 Jan 2021 10:40 AM BdST Updated: 04 Jan 2021 10:40 AM BdST
-
সেরাম ইনস্টিটিউট অব ইনডিয়ার ল্যাবে কোভিশিল্ড টিকার ভায়াল পরীক্ষা করছেন একজন কর্মী। ফাইল ছবি
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ভারতীয় উৎপাদক সেরাম ইনস্টিটিউট অব ইনডিয়া জানিয়েছে, আগ্রহী দেশগুলোতে রপ্তানি শুরুর আগে আগামী দুই মাস তারা স্থানীয় চাহিদা পূরণ করতেই জোর দেবে।
জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারতের নিয়ন্ত্রক সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়ার পর রোববার এক সাক্ষাৎকারে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পূনাওয়ালা এ কথা বলেন।
তিনি বলেন, ভারত সরকারের চাহিদা অনুযায়ী প্রাথমিকভাবে ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করার পর হয়ত তারা টিকা রপ্তানি করতে পারবেন।
“ভারতে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলো যাতে প্রথমে টিকা পায়, সরকার সেটাই নিশ্চিত করতে চাইছে। এবং এ সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।”
অনুমোদনের অপেক্ষা ফুরালো, ভারতে টিকাদান শুরু শিগগিরই
অক্সফোর্ডের টিকা: ডোজ কী হবে, কার্যকারিতা কেমন
টিকার জন্য ৬০০ কোটি টাকা অগ্রিম দিচ্ছে বাংলাদেশ
টিকা সরবরাহের জন্য ভারত সরকারের সঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই সেরাম ইনস্টিটিউটের, তবে আগামী কয়েক দিনের মধ্যে তা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
-
টিকাদান উদ্বোধনের সময়ই নিবন্ধন শুরুর ভাবনা
-
টিকা থাকছে কোথায়, কারা কীভাবে পাবে?
-
বাংলাদেশে ‘কোভ্যাক্সিনের’ ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন
-
দেশে এল টিকা
-
প্রথম দিন টিকা পাবেন ২০-২৫ জন
-
প্রতিদিন দেওয়া হবে দুই লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী
-
টিকার দুই ডোজের ব্যবধান ২৮ দিনের বেশি হলে ‘কার্যকারিতা বাড়ে’
-
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শঙ্কা কতটুকু?
সর্বাধিক পঠিত
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- তামিমকে ছাড়িয়ে সাকিব