কোভিড-১৯ জাতীয় কমিটির সভাপতি ডা. শহীদুল্লাহ আক্রান্ত

নতুন করোনাভাইরাস মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরী পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহর কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2020, 04:40 PM
Updated : 4 Nov 2020, 05:21 PM

অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ

নমুনা পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়ার পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী।

তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডা. মোহাম্মদ শহীদুল্লাহর পরিবারের আরও কয়েকজন সদস্যও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

“তার জ্বর আছে বলে জেনেছি। কিন্তু তিনি এই মুহূর্তে ভালো আছেন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।”

ডা. শহীদুল্লার ছেলে, ছেলের বউ এবং গৃহকর্মীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বিএমডিসির সভাপতি।

বিএমএর হিসাবে, এ পর্যন্ত সারাদেশে ২৮৫৩ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।