কোভিড-১৯: ‘ভিজুয়াল টেস্ট’ এর উন্নয়ন করছে জাপানি কোম্পানি

জাপানের একটি কোম্পানি মুখের লালা থেকে সহজেই করোনাভাইরাস শনাক্ত করার জন্য একটি ভিজুয়াল পরীক্ষা পদ্ধতি উন্নয়নে কাজ শুরু করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 08:05 AM
Updated : 22 June 2020, 08:05 AM

রয়টার্স সোমবার জানিয়েছে, ২৫ মিনিটেই ফল দেখা সম্ভব এমন পরীক্ষা পদ্ধতির উন্নয়নে শিওনোগি অ্যান্ড কো লিমিডেট জাপানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এসএটিআইসি নামের এই পদ্ধতিতে মুখের লালা বা থুথুর নমুনা উত্তপ্ত করা তা একটি রিএজেন্টে যোগ করার পর রং পরিবর্তন থেকে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা বোঝা যাবে।

কেউ তার নিজের নমুনা নিজেই নিতে পারবেন এবং কোনো যন্ত্রের সহায়তা ছাড়াই ফল দেখতে পারবেন।

কোম্পানিটি জানিয়েছে, এই পরীক্ষার নির্ভুলতার মাত্রা পলিমারাইজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষার মতোই।

শিওনোগি এই প্রযুক্তির লাইসেন্স পেয়েছে নিহন বিশ্ববিদ্যালয়, গুনমা বিশ্ববিদ্যালয় ও টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে।

জাপান এ মাসের শুরুতে করোনাভাইরাসের লালা-ভিত্তিক পরীক্ষাগুলোর অনুমোদন দেয়।

এ পদ্ধতিতে সোয়াব পরীক্ষার চেয়ে নিরাপদে ও সহজে করোনাভাইরাস শনাক্ত করা যায়।