বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেলে ডা. মামুন আল মাহতাব
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2020 08:12 PM BdST Updated: 23 May 2020 08:12 PM BdST
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে হেপাটাইটিস নির্মূল বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হয়েছেন দেশের শীর্ষস্থানীয় যকৃত বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার হেপাটাইটিস সর্ম্পকিত স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপে (এসটিএজি) ১১ জন সদস্য তারা নির্বাচিত করেছে। সেখানে বাংলাদেশ থেকে আমি একা আছি।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার মেইলে তাকে এ বিষয়ে জানিয়েছে বলে জানান এই চিকিৎসক।
অধ্যাপক মামুন আল মাহতাব জানান, আগামী মাসে একটি অনলাইন সভা হবে। তারপর এ কমিটি কাজ শুরু করবে।
তিনি বলেন, “সাসটেইনবেল ডেভেলপমেন্ট গোলের পয়েন্ট ৩.৩১ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে পৃথিবী থেকে হেপাটাইটিস বি ও সি নির্মূল করতে হবে।
“হেপাটাইটিস বি ও সি এমন ভাইরাস যে, অনেক সময় লক্ষণ-উপসর্গ দেখা যায় না। তাই আক্রান্তদের অনেকে জানতেও পারে না। আমাদের কাজ হবে, এই দুই ভাইরাস নিয়ে সচেতনতা বাড়ানো। করোনার মতো এত হাসপাতাল না লাগলেও হাসপাতাল ব্যবস্থাপনা, ট্রিটমেন্ট প্রসেস, ওষুধ ইত্যাদির গাইডলাইন তৈরি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো।”
ডা. মামুন জানান, এই বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের আওতাভুক্ত দেশগুলোকে হেপাটাইসিস বি ও হেপাটাইসিস সি ভাইরাস নির্মূলে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে।
তিনি বলেন, “এই বিশেষজ্ঞ কমিটি তৈরি করতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্ব দিয়েছে স্থানীয় চিকিৎসক ও পরামর্শকদের। কারণ তারাই একটি রিজিওনের সমস্যা নিয়ে ভালো বলতে পারবেন।”
এই পদ অবৈতনিক জানিয়ে ডা. মামুন আল মাহতাব বলেন, এই প্যানেল আগামী বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদর দপ্তর দিল্লিতে একটি সভা করবে। এছাড়া অনলাইনে নিয়মিত আলোচনা করা হবে।
-
দেশে এল টিকা
-
প্রথম দিন টিকা পাবেন ২০-২৫ জন
-
প্রতিদিন দেওয়া হবে দুই লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী
-
টিকার দুই ডোজের ব্যবধান ২৮ দিনের বেশি হলে ‘কার্যকারিতা বাড়ে’
-
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শঙ্কা কতটুকু?
-
করোনাভাইরাস ‘ধ্বংসকারী’ নাকের স্প্রে তৈরির দাবি বাংলাদেশি গবেষকদের
-
টিকা পেলেও ‘হার্ড ইমিউনিটি’ বহুদূর, বলছেন বিশেষজ্ঞরা
-
৫০ লাখ টিকার অর্ধেকই বয়ঃবৃদ্ধদের জন্য
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প