লিভার রোগীদের জন্য টেলিমেডিসিন সেবা শুরু

লিভার বিশেষজ্ঞদের সংগঠন ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার বাংলাদেশ দেশের লিভার রোগীদের চিকিৎসায় নিয়েছে নতুন উদ্যোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2020, 02:56 PM
Updated : 4 May 2020, 02:56 PM

করোনাভাইরাস সঙ্কটের এই দিনে লিভার রোগীদের চিকিৎসায় সংগঠনটি চালু করেছে টেলিমেডিসিন সেবা।

এই সেবা দিতে ৩০ জন লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের একটি পরামর্শক দল গঠন করা হয়েছে।

এই সংগঠনের সম্মানীত চেয়ারম্যানের পদে রয়েছেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও চেয়ারম্যানের পদে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির হেপাটলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

ডা. মামুন আল মাহতাব সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিভার রোগীরা মোবাইলে ফোন করে ৩০ জন লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবে।