করোনাভাইরাস: বিএসএমএমইউতে প্রথম দিনে ৪টি নমুনা পরীক্ষা

পরীক্ষা শুরুর প্রথম দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নভেল করোনাভাইরাস সন্দেহে চারজনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 03:12 PM
Updated : 1 April 2020, 03:12 PM

তাদের পরীক্ষার ফলাফল আইইডিসিআরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী।

তিনি জানান, প্রথমদিনের চারটি নমুনাই বেসরকারি হাসপাতাল থেকে এসেছে।

“আমরা রেজাল্ট আইইডিসিআরে দিয়ে দিয়েছি। কাল হয়ত তারা সেটা প্রকাশ করবেন। আমরা চাচ্ছি যেটা নিয়ম করেছেন সেটা মেনে চলতে। তবে আমাদের কাছেও ডকুমেন্ট থাকবে।”

এর কারণ ব্যাখ্যা করে অধ্যাপক সাইফ বলেন, “এটা দেওয়ার উদ্দেশ্য হলো আইইডিসিআর যেন পেশেন্ট ট্র্যাক করতে পারে, কন্টাক্ট ট্রেসিং করতে পারে।”

তিনি জানান, বিএসএমএমইউর গবেষণাগারে একসঙ্গে ৯৩টি নমুনা পরীক্ষা করার সুযোগ আছে। ফল পেতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা।

বুধবার কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম শুরুর  পর সকালে পরিদর্শন করতে আসেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি জানান, পরীক্ষার জন্য ২৪০টি কিট রয়েছে। আরও সংগ্রহের প্রক্রিয়া চলছে।

নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।

ডা. কনক বলেন, প্রয়োজনে বিএসএমইউতে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

“প্রয়োজন হলে বেতার ভবনে আইসোলেশন ইউনিট চালু করা হবে। কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”