পিছিয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2020 12:59 AM BdST Updated: 28 Feb 2020 01:47 AM BdST
হাম-রুবেলা রোগের টিকাদান কর্মসূচি ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
শিশু সাংবাদিকতার জন্য বিশেষায়িত পৃথিবীর প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লাইভে এসে বৃহস্পতিবার তিনি একথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে ‘হাম-রুবেলা সম্পর্কে সচেতনতা’ শীর্ষক এই অনুষ্ঠানে হ্যালোর শিশু সাংবাদিকরা অংশ নেয়।
অধ্যাপক আজাদ বলেন, ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির ছাড়া বাকি দিনগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত টিকাদান কেন্দ্রে টিকা প্রদান চলবে। ১৮ মার্চ থেকে ২৪ মার্চ শুধু স্কুল-মাদরাসায় টিকা দেওয়া হবে। ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল স্কুলের বাইরে কমিউনিটিতে টিকা দেওয়া হবে।
৯ মাস বয়স থেকে ১০ বছর পর্যন্ত সব শিশুকে এই টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সাধারণ সময়ে ৯ মাস এবং ১৫ মাসে দুটি হাম-রুবেলার টিকা দেওয়া হয়।
“কিন্তু এবারেরটি বিশেষ কর্মসূচি। তাই আগে টিকা নিলেও ১০ বছরের নিচে সব শিশুকে এই টিকা দিতে আমরা বলছি।”
তিন কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেওয়ার সরকারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
আবুল কালাম আজাদ বলেন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টিকাদানের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের কিছু দাবি-দাওয়া ছিল। দাবি যদি পূরণ না হলে তারা এই কর্মসূচিতে অংশ না নেওয়ার ঘোষণাও দেয়।
“যাইহোক আমরা তাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়েছি। আমরা মনে করেছি ভালোভাবে প্রস্তুতি না নিয়ে যদি এই টিকাটা দিই, এক্ষেত্রে হয়ত অনেক শিশুই টিকা পাবে না, হয়ত টিকাটা সঠিকভাবে দেওয়া হবে না। এজন্য আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। তাই তারিখটা একটু পিছিয়ে দিয়েছি।”
-
পাঠ্যক্রমে স্তন ক্যান্সার যুক্ত করার দাবি
-
ক্যান্সার চিকিৎসায় প্রোটন বিম থেরাপিতে ‘সুফল’ মিলছে
-
মসজিদেও পরতে হবে মাস্ক, কাতারে থাকবে দূরত্ব
-
আগামীতে বিদেশগামী শ্রমিকদের ‘খাওয়ানো হবে কলেরার টিকা’
-
করোনাভাইরাসের নতুন ধরন ফাঁকি দিচ্ছে টিকার প্রতিরক্ষা: গবেষণা
-
শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরার নির্দেশ
-
ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত যশোরে
-
জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে শিশুরা: গবেষণা
-
পাঠ্যক্রমে স্তন ক্যান্সার যুক্ত করার দাবি
-
ক্যান্সার চিকিৎসায় প্রোটন বিম থেরাপিতে ‘সুফল’ মিলছে
-
কোভিড: মসজিদেও পরতে হবে মাস্ক, কাতারে থাকবে দূরত্ব
-
মহামারীর ‘চতুর্থ ঢেউয়ে’ বাংলাদেশ, মাস্ক ছাড়া যাবে না: ডা. আব্দুল্লাহ
-
আগামীতে বিদেশগামী শ্রমিকদের ‘খাওয়ানো হবে কলেরার টিকা’
-
করোনাভাইরাসের নতুন ধরন ফাঁকি দিচ্ছে টিকার প্রতিরক্ষা: গবেষণা
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে