করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা কী?
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2020 09:22 PM BdST Updated: 04 Feb 2020 03:01 PM BdST
নতুন করোনাভাইরাস সংক্রমণের প্রথম উপসর্গ সাধারণ সর্দি-জ্বরের মত হলেও এ ভাইরাস এরইমধ্যে কেড়ে নিয়েছে তিনশ মানুষের প্রাণ, আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে। কিন্তু আক্রান্তদের চিকিৎসা চলছে কীভাবে?
Related Stories
এ ভাইরাসকে বলা হচ্ছে নভেল করোনাভাইরাস বা ২০১৯-এনসিওভি। মাত্র এক মাসের মধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে চীনের বাইরে আরও অন্তত দুই ডজন দেশে।
সার্স ও মার্স পরিবারের সদস্য এই ভাইরাস ছড়াতে পারে মানুষ থেকে মানুষে।এ ভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত।
রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে বয়স্ক এবং ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।

বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, কারও মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা গেলে কফ অথবা রক্ত পরীক্ষা করে সংক্রমণের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা।
হাসপাতালে ভর্তি হলে তার মধ্যে যে উপসর্গগুলো আছে, সেগুলো সারাতেই মূলত চিকিৎসা দেওয়া হয়। আর রোগীর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাই ভাইরাসকে প্রতিহত করতে চেষ্টা চালাতে থাকে।
>> করোনাভাইরাস: যা যা জানা দরকার
>> করোনাভাইরাস: নিরাপদ থাকতে যা করতে হবে
>> করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ডব্লিউএইচও’র পরামর্শ
>> করোনাভাইরাস: কতটা সুরক্ষা দিচ্ছে আপনার মাস্ক?
>> করোনাভাইরাস: যা পেয়েছেন উহানের চিকিৎসকরা
বিশেষায়িত চিকিৎসা না থাকলে রোগীকে হাসপাতালে রাখা জরুরি কেন? তাতে রোগীকে আলাদা করে ফেলে রোগ ছড়ানোর পথটাও বন্ধ হয়।
“হাসপাতালে থাকলে রোগী অন্য মানুষের স্পর্শে কম আসেন এবং এতে করে আক্রান্ত ব্যক্তি থেকে ভাইরাসের অন্য মানুষের শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে আসে,” বিবিসিকে বলেন নটিংহাম ইউনিভার্সিটির ভাইরোলজিস্ট অধ্যাপক জোনাথন বল।
করোনাভাইরাসের সংক্রমণে মানুষের শরীরে এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে; সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট।

যদি রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে আইভি স্যালাইন দেওয়ার পরামর্শ দিতে পারেন চিকিৎসকরা। ডায়রিয়া হলে ঘন ঘন তরল এবং জ্বর ও ব্যথা উপশমে আইবুপ্রোফেন জাতীয় ব্যথানাশক খেতে দিতে পারেন।
উহানের জিনিইনতান হাসপাতালের প্রধান ঝ্যাং দিংয়ু রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে যারা সেরে উঠেছেন, তাদের অবস্থা এখন ভালো।
“এদের কেউ কেউ আরো কিছুদিন শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে পারেন, তবে আমি নিশ্চিত, তারা দ্রুতই পুরোপুরি সেরে উঠবেন।”

টিকা কতদূর?
বিবিসি লিখেছে, নতুন করোনাভাইরাসের প্রতিষেধক বানানোর গবেষণা পুরোদমে চললেও, তাতে কয়েক বছরও সময়ে লেগে যেতে পারে।
করোনাভাইরাস পরিবারের সদস্য সার্সের (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) প্রাদুর্ভাব ঘটেছিল ২০০২ সালে। এরপর ২০১২ সালে আসে মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) করোনাভাইরাস। এ দুই ভাইরাসের টিকা এখনও তৈরি হয়নি।
অধ্যাপক বল বলেন, যে কোনো টিকার ক্ষেত্রে আগে প্রাণীর শরীরে এর কার্যকর ও নিরাপদ প্রয়োগের প্রমাণ থাকা জরুরি। তারপর মানুষের শরীরে এর পরীক্ষা সফল হলে সেই টিকা লাইসেন্স প্রক্রিয়ায় যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলে তবেই সেই টিকা ব্যবহার করা যায়।
“তর্কের খাতিরে যদি ধরেও নিই যে এক বা দুই বছরের মধ্যে নতুন করোনাভাইরাসের টিকা এসে যাবে, তারপরও এটা নিশ্চিত করে বলা যায়, আগামী ছয় মাসের মধ্যে এর কোনো সম্ভাবনা নেই।”

তারা বলছেন, ২০০৩ সালে সার্সের প্রাদুর্ভাবের সময় এইচআইভির ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করেছিল।
ভাইরোলজিস্ট জোনাথন বল বলেন, গবেষকরা আশা করছেন, নতুন করোনাভাইরাসের ক্ষেত্রেও হয়ত কাছাকাছি ফল পাওয়া যাবে।
“যদি এটা কার্যকর হওয়ার প্রাথমিক লক্ষণ দেখা যায়, তাহলে পরিস্থিতি বিবেচনায় কেবল অতি গুরুতর রোগীর ওপর প্রয়োগ করা যেতে পারে। কারণ করোনাভাইরাসের চিকিৎসায় এখনও এই ওষুধ ব্যবহারের অনুমোদিত হয়নি।”
-
টিকা নিয়ে তারা বললেন, ‘ভয় নেই’
-
অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব
-
টিকাযজ্ঞের জন্য প্রস্তুত দেশ
-
পরীক্ষা শেষে প্রথম চালানের টিকা প্রয়োগের অনুমতি
-
টিকাদান উদ্বোধনের সময়ই নিবন্ধন শুরুর ভাবনা
-
টিকা থাকছে কোথায়, কারা কীভাবে পাবে?
-
বাংলাদেশে ‘কোভ্যাক্সিনের’ ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন
-
দেশে এল টিকা
সর্বাধিক পঠিত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- গোল উৎসব করে শীর্ষে ম্যানচেস্টার সিটি
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- রেকর্ড গড়া স্টার্লিংকে ছাপিয়ে নায়ক রশিদ
- এবার আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ’