ডেঙ্গু রোগী আবার বেড়েছে

এক মাসের মধ্যে সর্বনিম্নে নেমে আসার পরদিনই হাসপাতালে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা আবার বেড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2019, 05:22 PM
Updated : 8 Sept 2019, 05:22 PM

তবে এই সংখ্যা এখনও এক হাজারের নিচেই রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৭৬১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

শনিবার এই সংখ্যা ছিল ৬০৭ জন, যা গত ৩০ দিনের মধ্যে সর্বনিম্ন।

সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তিনজন বেড়ে ৬০ হয়েছে।

এই সময়ের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৯২টি মৃত্যুর তথ্যে এসেছে। এর মধ্যে ১০১টি মৃত্যু পর্যালোচনা করে ৬০টি মৃত্যু নিশ্চিত করেছে আইইডিসিআর।

রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩২২৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ঢাকার ৪১টি চিকিৎসা কেন্দ্রে ছিলেন ১ হাজার ৫৯২ জন ডেঙ্গু রোগী, সারা দেশে ১ হাজার ৬৩৪ জন রোগী চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৯৭৭ জন রোগী বাড়ি ফিরে গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

চলতি বছরের প্রথম দিন থেকে রোববার পর্যন্ত ৭৬ হাজার ৫১৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। আর, এই সময়ে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন ৭৩ হাজার ৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চিকিৎসা নিতে আসা রোগীদের ৯৫ দশমিক ৫ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।