ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৮৬৫ জন

ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে নতুন রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2019, 11:56 AM
Updated : 2 Sept 2019, 11:56 AM

সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৬৫ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার সকাল ৮টা পর্যন্ত এই সংখ্যা ছিল ৯০২ জন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, কোরবানির ঈদের পর থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমছে। এর মধ্যে গত শুক্রবার হাসপাতালে নতুন রোগীর সংখ্যা ছিল এক মাসে সবচেয়ে কম।

গত বৃহস্পতিবার নতুন রোগীর সংখ্যা ছিল ১০২৫ জন, শুক্রবার তা ৭৬০ জনে নেমে এলেও শনিবার কিছুটা বেড়ে ৯০২ জনে দাঁড়িয়েছিল। পরে তা আবার কমছে।

এখন তুলনামূলকভাবে ঢাকার বাইরে চিকিৎসার জন্য প্রতিদিন হাসপাতালে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।

সোমবার সকাল নাগাদ ভর্তি ৮৬৫ জন নতুন রোগীর মধ্যে ঢাকার ৩৯৬ জন ও ঢাকার বাইরের ৪৯৬ জন।

নতুন রোগীর সংখ্যা কমার পাশাপাশি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরা রোগীর হারও বেড়েছে।

সোমবার সকাল ৮টা পর্যন্ত ৯৪ শতাংশ ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়েছেন বলে স্বাস্থ্য অধিপ্তরের তথ্য।

এ বছর মোট ৭১ হাজার ৯৬২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর চিকিৎসায় সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৮৪৩ জন।

এ বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ৯৬টি মৃত্যুর ঘটনার মধ্যে ৫৭ জনের মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর তাদের ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করেছে।

তবে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৯০ জনের মৃত্যুর তথ্য এসেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে।

এখনও সারাদেশে বিভিন্ন হাসপাতালে ৩৯৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।