ডেঙ্গুতে আক্রান্ত তরুণীর মৃত্যু

ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2019, 05:58 PM
Updated : 27 August 2019, 05:58 PM

রিতু (২০) নামে ওই তরুণী মঙ্গলবার রাত পৌনে ৮টায় মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা মৃতদেহটি নিয়ে গেছেন।”

রিতুর দেবর জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক সপ্তাহ আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন রিতু।

“তার শ্বশুরবাড়ি কলতাবাজারে বেড়াতে এসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় রিতু।”

গত ২৩ অগাস্ট ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রিতুকে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল।

রিতা দক্ষিণ কেরানীগঞ্জ কালিবাড়ির ইব্রাহিম মোল্লার স্ত্রী। তার এক মাস বয়সী একটি সন্তান রয়েছে বলে জানিয়েছেন দেবর জহিরুল।

এইডিস মশাবাহিত ডেঙ্গু এবছর ভয়াবহ রূপ নেয়। ইতোমধ্যে সারা দেশে ৬৬ হাজার ৬৪ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ডেঙ্গু জ্বরে এই পর্যন্ত ১৮৫ জনের মৃত্যুর খবর বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

তবে ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া শেষে এ বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।