আনা হচ্ছে ডেঙ্গু পরীক্ষার দেড় কোটি কিট

ডেঙ্গু আতঙ্কে ঢাকার হাসপাতালগুলোতে এই রোগ পরীক্ষার হিড়িক পড়ায় এক কোটি ৬১ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2019, 03:56 PM
Updated : 1 August 2019, 03:56 PM

ইতোমধ্যেই কয়েক লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট (ডেঙ্গু এনএস১, আইজিজি/আইজিএম) আমদানির চালান দেশে পৌঁছেছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

বৃহস্পতিবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতটি প্রতিষ্ঠানের অনুকূলে এক কোটি ৬১ লাখ ডেঙ্গু শনাক্তকরণের কিট আমদানির জন্য পূর্বানুমোদন দেওয়া হয়েছে।

এদিনই মেসার্স এসটিপিনামের একটি প্রতিষ্ঠান ৬৫ হাজার, মেসার্স সোহাগ সার্জিক্যাল ৭০০, মেসার্স এমআর ট্রেডিং ৬ হাজার ৫০০ ডেঙ্গু শনাক্তকরণ কিট আমদানি করেছে।

শুক্রবার মেসার্স এসটিপির আরও ৬৫ হাজার কিট, মেসার্স হেলথ কেয়ার ডায়াগনস্টিক সলিউশান ২ লাখ ২৫ হাজার এবং মেসার্স অরবিটাল ইন্টারন্যাশনাল কর্পোরেশনের দুই লাখ কিট দেশে পৌঁছানোর কথা রয়েছে।

মেসার্স অরবিটাল ইন্টারন্যাশনাল কর্পোরেশনের আরও পাঁচ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট  শনিবার দেশে পৌঁছাবে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।