শিশুর হৃদরোগ নিয়ে অ্যাপোলো হাসপাতালে সচেতনতা কার্যক্রম

শিশুর হৃদরোগ নিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে সচেতনতা কার্যক্রম সম্পন্ন করেছে অ্যাপোলো হসপিটাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2019, 02:13 PM
Updated : 5 May 2019, 02:13 PM

রোববার রাজধানীর গুলশান ক্লাবে ‘হার্ট ডিজিজ ক্যান্ট টেক দ্য স্মাইল অ্যাওয়ে’ শিরোনামে এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে হাসপাতালটি।

অনুষ্ঠানে এসেছিলেন অ্যাপোলোর প্রধান নির্বাহী কর্মকর্তা রত্নদীপ চাস্কার, পেডিয়াট্রিক কার্ডিওলজির কনসালট্যান্ট তাহেরা নাজরিন, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজির সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর অধ্যাপক এ কিউ এম রেজা, পেডিয়াট্রিকস ও নিওন্যাটোলজির সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর অধ্যাপক মোহাম্মদ ইশতিয়াক হোসেইন, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সান্তনু কুমার দাস, বারডেম জেনারেল হসপিটাল ও ইব্রাহীম মেডিকেল কলেজের পেডিয়াট্রিকস বিভাগীয় প্রধান আবিদ হোসেইন মোল্লাহ্।

অ্যাপোলো হাসপাতাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মূলত জনসাধারণের মধ্যে শিশুর সুস্থ হৃৎপিণ্ডের গুরুত্বের বিষয়ে তথ্য ও পরামর্শ ছড়াতেই এই আয়োজন।