প্রধানমন্ত্রীর নামের ভুল বানান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নিশ্চুপ

দেশে প্রথমবারের মতো স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের ভুল বানান নিয়ে সাংবাদিকদের প্রশ্নে নিশ্চুপ থাকলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2019, 12:37 PM
Updated : 25 April 2019, 04:08 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাহিদ মালেককে পেয়ে এ বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক।

মন্ত্রী এর কোনো জবাব দেননি। তবে স্বাস্থ্য বিভাগের সচিব আসাদুল ইসলাম বলেছেন, তিনি বিষয়টি দেখছেন।

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনের জন্য গত ১৫ এপ্রিল সব বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল ও ক্লিনিকগুলোকে একটি চিঠি পাঠিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব আবদুল ওহাব খান স্বাক্ষরিত ওই চিঠিতে শেখ হাসিনার নাম লেখা হয়েছিল ‘শেখা হাসিনা’। এছাড়া প্রধানমন্ত্রীও লেখা হয়েছিল ভুল বানানে, চিঠিতে লেখা ছিল ‘প্রধান মন্ত্রী’।

কমিউনিটি ক্লিনিক চালুর বার্ষিকী উদযাপন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে মন্ত্রীর নীরবতার পর সচিব আসাদুল বলেন, তিনি বিষয়টি দেখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জাহিদ মালেকের ১০০ দিন পার করার প্রেক্ষাপটে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এক্ষেত্রে বেশির ভাগ প্রশ্ন এড়িয়ে যান জাহিদ মালেক।