কারিগরি বোর্ডের নার্সিং কোর্স বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক

কারিগরি শিক্ষা বোর্ডের ‘মানহীন’ নার্সিং কোর্স বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2019, 01:58 PM
Updated : 10 April 2019, 01:59 PM

এই দাবিতে বুধবার ঢাকায় সমাবেশ থেকে আগামী ২৭ এপ্রিল সারাদেশে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি লিজা আক্তার, মহাসচিব রাকিব হোসেন প্রমুখ।

লিজা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ এর অধীনে দেশে নার্সিং শিক্ষা কার্যক্রম চলে এলেও আইনের ‘ব্যত্যয় ঘটিয়ে’ কারিগরি শিক্ষা বোর্ড নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

“এতে একদিকে যেমন দেশের জনগণকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিচ্ছে, তেমনি নার্সিং শিক্ষা ও সার্ভিসের মান বিনষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে।”

তিনি বলেন, “কারিগরি শিক্ষা বোর্ড নার্সিং কোর্স চালু রাখুক, তাতে সমস্যা নেই। তবে আমাদের মতো আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন করে চলুক। তা না হলে এসব কোর্স বাতিল করা হোক।”

কারিগরি শিক্ষা বোর্ডে নার্সিং শিক্ষার ক্ষেত্রে বয়সের বাধাধরা নিয়ম নেই উল্লেখ করে তা নিয়েও আপত্তি জানান লিজা।