ডিএসসিসির ‘স্বাস্থ্যসেবা পক্ষ’ কার্যক্রম উদ্বোধন

নগরবাসীর কাছে সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭ ওয়ার্ডে চলবে ১৫ দিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 02:33 PM
Updated : 27 Nov 2018, 02:33 PM

মঙ্গলবার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মেয়র মোহাম্মদ হানিফ স্বাস্থ্যসেবা পক্ষ-২০১৮’ শিরোনামে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

২৮ নভেম্বর বুধবার এ কার্যক্রম শুরু হয়ে তা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

এর আগেও এ ধরনের পদক্ষেপ হাতে নিয়ে নগরবাসীর সাড়া পেয়েছেন উল্লেখ করে ঢাকা দক্ষিণের এ মেয়র বলেন, “আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা এর মাধ্যমে মানুষকে জানাতে চাই, স্মরণীয় কাজ করলে মানুষ তাকে স্মরণ করে। আমরা এর মাধ্যমে গুণীজনদের স্মরণ করতে চাই।”

তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে মানুষের ভোটে আমরা নির্বাচিত প্রতিনিধি। আমরা সেবাদানের মধ্য দিয়ে মানুষের ঋণ শোধ করতে চাই। আমাদের ওপর আস্থা রাখুন। আমাদের পাশে থাকুন।”

ঢাকা দক্ষিণের নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির সচিব মো. শাহাবুদ্দিন খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলররা ছাড়াও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শেখ সালাউদ্দীন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. জাহিদ হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি চলবে।

এতে ৪৭৬টি কেন্দ্রে ৬৮টি দল কাজ করবে। এসব কেন্দ্রে চিকিৎসা নিতে আসা নগরবাসী প্রাথমিক চিকিৎসাপত্রের পাশাপাশি  ১২ ধরনের ওষুধ পাবেন বিনামূল্যে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে নেওয়া পক্ষকালব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমে  প্রায় ৭৩ হাজার মানুষ চিকিৎসা নিয়েছে বলে জানায় ডিএসসিসি।