চীনে এইডস সংক্রমণ বাড়ছে

চীনে এইডস রোগের জীবাণু এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ছে। সংক্রমণের হার ১৪ শতাংশ বেড়েছে বলে ঘোষণা করেছে দেশটি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2018, 04:19 PM
Updated : 30 Sept 2018, 04:19 PM

চীনের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বর্তমানে দেশটিতে আট লাখ ২০ হাজারের বেশি মানুষ এইচআইভি আক্রান্ত। তার মধ্যে এবছর এপ্রিল থেকে জুন মাসে আরো প্রায় ৪০ হাজার মানুষ নতুন করে এইচআইভি সংক্রমিত হয়েছে।

বেশির ভাগ ক্ষেত্রে চীনে অনিরাপদ যৌনমিলনের মাধ্যমে এইচআইভি সংক্রমণ ছড়াচ্ছে বলেও জানান কর্মকর্তারা। আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণের মাধ্যমেও সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে।

ইউনান প্রদেশে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা আরো বলেন, চীনে সমকামী (এলডিবিটি) মানুষদের মধ্যে যৌনমিলনে এইচআইভি সংক্রমণ ছড়িয়ে পড়ার হার সবচেয়ে বেশি।

১৯৯৭ সাল থেকে চীনে সমকামিতাকে আর অপরাধ বলে গণ্য করা হয় না। কিন্তু সেখানে এখনও সমকামী মানুষ বৈষম্যের শিকার হওয়ার ভয়ে সবকিছু লুকিয়ে রাখে।

রক্ষণশীল মানসিকতার দেশ চীনে ৭০ থেকে ৯০ শতাংশ সমকামী পুরুষ কোনো নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ বলে জানায় বিবিসি।

অনিরাপদ যৌন সংসর্গের মাধ্যমে তারা এইডসের মত প্রাণঘাতী রোগ ছড়াচ্ছে।

এইডসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ২০০৩ সাল থেকে চীন সরকার এইডসের ওষুধ প্রবেশের দ্বার উন্মুক্ত করে দিয়েছে।