‘বিষধোঁয়া’ প্রচারাভিযান উদ্বোধন

পরোক্ষ ধূমপানের কুফল বিষয়ে জনসচেতনতা তৈরিতে নতুন টিভি বিজ্ঞাপন ‘বিষধোঁয়া’ প্রচারাভিযান উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 12:00 PM
Updated : 16 May 2018, 12:00 PM

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিজের যৌথ অর্থায়নে নির্মিত ৩০ সেকেন্ডের এই টিভি স্পটটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তামাক সেবন নিরুৎসাহিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, “বিষধোঁয়া প্রচারাভিযান বাংলাদেশের মানুষের মধ্যে তামাক ব্যবহার বিষয়ক আচরণে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।”

ভিডিও স্পটটি আগামী ৬ সপ্তাহে বিটিভিসহ দেশের প্রধান সব কটি টেলিভিশন চ্যানেলে প্রায় ৫হাজার বার প্রচারিত হবে বলে জানান তিনি।

স্পটে দেখা যায়, বাসের জন্য লাইনে শিশু-নারীসহ অনেকে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। হঠাৎ একজন একটি সিগারেট জ্বালালে পাশে থাকা নারী ও তার শিশু সন্তানের কষ্ট হয়।

এরপর দেখানো হয়, সিগারেটের ধোঁয়া ওই শিশু ও নারীর শ্বাসনালীতে ঢুকে কীভাবে রক্তের ঘনত্ব বাড়িয়ে তোলে এবং ধমনীয় ক্ষতি করে।