বাংলাদেশে মাতৃ মৃত্যু বেড়েছে: সমীক্ষা

মায়েদের স্বাস্থ্য সেবা কেন্দ্রমুখী হওয়ার প্রবণতা বাড়লেও আগের চেয়ে মাতৃ মৃত্যু বেড়েছে বলে একটি সমীক্ষায় উঠে এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 05:20 PM
Updated : 22 Nov 2017, 05:20 PM

মাতৃ ও শিশু মৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছিল বাংলাদেশ।

নতুন সমীক্ষায় মাতৃ মৃত্যুর হার বাড়ার জন্য সেবার মানকে দায়ী করা হয়েছে।

বাংলাদেশ ম্যাটারনাল মরটালিটি অ্যান্ড হেলথ কেয়ার সার্ভের (বিএমএমএস) প্রাথমিক ফলাফল বুধবার ঢাকায় প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০১৬ সালে প্রতি এক লাখ জীবন্ত শিশু জন্মের ক্ষেত্রে মৃত্যু হয়েছে ১৯৬ জন মায়ের।

২০১০ সালে এই সংখ্যা ছিল ১৯৪; তার এক দশক আগে ২০০১ সালে প্রতি লাখে মৃত্যু হয় ৩৩২ জনের।

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালে যেখানে শিশু জন্মের সময় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর উপস্থিতি শতকরা ২৭ শতাংশ ছিল, সেখানে ২০১৬ ছিল ৫০ শতাংশ।

এর পরেও মাতৃ মৃত্যু বৃদ্ধিকে উদ্বেগজনক বলছেন সমীক্ষার তথ্য-উপাত্তের অন্যতম বিশ্লেষক সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড. ইশতিয়াক মান্নান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্য সেবা কেন্দ্র, দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতি, স্বাস্থ্য সেবা গ্রহণের মতো গুরুত্বপূর্ণ সূচকগুলো বাড়লেও মৃত্যু হার কমেনি।

“এর অর্থ সেবার মান ভালো নয়। এর অর্থ দাঁড়ায় নারীরা হাসপাতালে গেছেন কিন্তু তারা মানসম্মত চিকিৎসা পাননি।”