বিনামূল্যে স্বাস্থ্যসেবায় আসছে ‘স্বাস্থ্য কার্ড’
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016 09:09 PM BdST Updated: 03 Jun 2016 01:09 AM BdST
নতুন অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি দরিদ্রদের জন্য স্বাস্থ্য কার্ডের মাধ্যমে ‘বিনামূল্যে উন্নতমানের স্বাস্থ্যসেবা’ দেওয়ার ঘোষণা এসেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের জন্য সাড়ে তিন লাখ কোটি টাকার যে বাজেট প্রস্তাব করেছেন তাতে স্বাস্থ্য খাতে ১৭ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।
স্বাস্থ্যের এই বরাদ্দ গত অর্থবছরের ১৪ হাজার ৮৪০ কোটি টাকার সংশোধিত বাজেটের চেয়ে ১৮ শতাংশ বেশি।
মোট বাজেটের আনুপাতিক হারেও এবার এ খাতে বরাদ্দ বেড়েছে। গত অর্থবছর যেখানে মোট বাজেটের ৪ দশমিক ৩ শতাংশ স্বাস্থ্য পেয়েছিল, এবার তা ৪ দশমিক ৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
ইতোমধ্যে পরীক্ষামূলভাবে সামাজিক স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি চালুর কথা জানিয়ে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, এর আওতায় প্রাথমিকভাবে দরিদ্র জনগণকে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে বিনামূল্যে উন্নতমানের স্বাস্থ্য সেবা দেওয়া হবে।


স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতের উন্নয়নে ধারণাপত্র প্রণয়ন এবং কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, “দেশীয় ওষুধ উৎপাদনে যে সুযোগ সরকার করে দিয়েছে, তার খানিকটা অপব্যবহার ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো করেছে বলে অভিযোগ উঠেছে। সেইসঙ্গে উৎপাদিত ওষুধের মূল্য নিয়ন্ত্রণেরও দাবি উঠেছে। আমরা এ বিষয়ে সজাগ রয়েছি।”
-
মানুষের ভয় কাটাতে টিকা নিলেন ‘ভিআইপিরা’
-
অন্য সাধারণ টিকার মতই: সংস্কৃতি প্রতিমন্ত্রী
-
টিকা নিয়ে তারা বললেন, ‘ভয় নেই’
-
অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব
-
টিকাযজ্ঞের জন্য প্রস্তুত দেশ
-
পরীক্ষা শেষে প্রথম চালানের টিকা প্রয়োগের অনুমতি
-
টিকাদান উদ্বোধনের সময়ই নিবন্ধন শুরুর ভাবনা
-
টিকা থাকছে কোথায়, কারা কীভাবে পাবে?
সর্বাধিক পঠিত
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- গবেষণায় চৌর্যবৃত্তি: সামিয়া রহমানের পদাবনতি
- পান্তের পথে হেঁটে বাংলাদেশে সাফল্যের খোঁজে ব্ল্যাকউড
- ইচ্ছে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি: প্রধানমন্ত্রী
- কোভিড-১৯: ঢাকার পাঁচ হাসপাতালে টিকা নিলেন ৫৪১ জন
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু