যোগাযোগ গোলযোগ

জয়ন্ত সাহাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2013, 11:21 AM
Updated : 2 Dec 2013, 11:21 AM

সোমবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘যোগাযোগ গোলযোগ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুননা।

মির্জা পরিবারের দুভাই গুলাম আলী মির্জা ও নওয়াব আলী মির্জার দ্বন্দ্ব নিয়ে গড়ে উঠেছে এই নাটকের গল্প।

এতে দেখা যাবে, গুলাম আলী একজন সুযোগসন্ধানী স্বার্থপর ব্যক্তি। তার পরিবারের কারও স্বাধীন মতপ্রকাশের সুযোগ নেই। তার চার ছেলেই বেকার। ছোটভাই নওয়াবের সঙ্গে নানা ইস্যুতে তার দ্বন্দ্ব।  প্রতিদিন যখন নানা দুর্ঘটনা ঘটে, তখন গুলাম আলী মির্জা সেটাকে সামাল দেওয়ার জন্য সপ্তাহে সাতটি দিন ভিন্ন ভিন্ন নামে পালন করেন। যেমন টেনশন করার মতো কোনো ঘটনা যদি ঘটে তখন তিনি ‘টেনশন ফ্রি ডে’ ঘোষণা করেন।  

মুননা গ্লিটজকে জানিয়েছেন, নাটকটি প্রযোজনা করেছে পিংপং প্রডাকশন। এ নাটকে অভিনয় করছেন আফজাল শরীফ, আবদুল কাদের, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাব্বির, সুমাইয়া শিমু এবং উর্মিলা কর।

নাটকটি সোমবার থেকে রাত ৮.১৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।