মাহমুদুন্নবী-শাহনাজ রহমতুল্লাহ’র গানে বিপ্লব সাহা-কর্ণিয়া

প্রখ্যাত দুই সংগীতশিল্পী মাহমুদুন্নবী-শাহনাজ রহমত উল্লাহ’র ষাটের দশকে গাওয়া ‘আমি যে কেবল বলেই চলি’ গানটি নতুন করে কণ্ঠে তুললেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা ও সংগীতশিল্পী কর্ণিয়া।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 09:54 AM
Updated : 4 June 2019, 09:54 AM

১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আগন্তুক’র জন্য গানটি লিখেছেন সাজেদুর রহমান। সুর করেছেন আজাদ রহমান। বাবুল চৌধুরী পরিচালিত ছবিটিতে অভিনয় করেছিলেন রাজ্জাক-কবরী জুটি।

কথা-সুর ঠিক রেখে এ গানের নতুন সংগীতায়োজন করেছেন মনি জামান। মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন চন্দন রয় চৌধুরী।

বিপ্লব সাহা বলেন, “অনেক প্রিয় একটি গান আমার। পুরনো সেই গানগুলো এই সময়ের শ্রোতাদের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন করেছি।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিশ্বরঙয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি।