বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন নাটক ও সিনেমার অভিনেতা চঞ্চলের ৫০তম জন্মবার্ষিকী।
Published : 01 Jun 2024, 04:55 PM
অভিনেত্রী শাহনাজ খুশির জন্মদিনে চঞ্চল জানিয়েছিলেন, তিনি তার এই বন্ধুর সঙ্গে আমৃত্যু ঝগড়া করে কাটিয়ে দিতে চান। আর চঞ্চলের জন্মদিনে খুশির প্রত্যাশা, সবার ভালোবাসায় যেন এই অভিনেতার সব শুন্যতা পূরণ হয়ে যায়।
শনিবার অভিনেতা চঞ্চলের ৫০তম জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনে ফেইসবুকে চঞ্চলের উদ্দেশে কিছু কথা লিখে শুভেচ্ছা জানিয়েছেন খুশি।
বাংলা নাটকে আঞ্চলিক ভাষায় সংলাপ বলে জনপ্রিয়তা পাওয়া এই জুটি বাস্তব জীবনেও দারুণ বন্ধু।
'শুভ জন্মদিন চঞ্চল বন্ধু' শিরোনাম দিয়ে খুশি লিখেছেন, “মানুষ যত ঋদ্ধ হয়, পরিসর-কর্মক্ষেত্র যত বড় হয়, তাঁকে সারপ্রাইজ দেয়া ততো কঠিন হয়। কি এক মুসিব্বত বল তো?! তুই এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করেছিস। নানান জায়গা থেকে দুদিন আগে থেকেই উইশ করতে থাকে! গোপন বলে আর কিছু রয় না।
“সবার আশীষে আয়ু বাড়ুক তোর, ভালবাসায় ভরে উঠুক সব শুন্যতা।”
খুশির এই পোস্টে চঞ্চলকে শুভেচ্ছা জানিয়েছেন নাটক-সিনেমা জগতের বাইরেও আরো অনেক মানুষ।
পাবনা সুজানগর উপজেলার কামারহাট গ্রামে ১৯৭৪ সালের এই দিনে জন্ম চঞ্চলের। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হওয়ার পর মঞ্চনাটকের দিকে ঝুঁকতে শুরু করেন তিনি। ১৯৯৬ সালে মামুনুর রশীদের নাট্যদল ‘আরণ্যকে’ শুরু হয়েছিল চঞ্চলের অভিনয়জীবন। তাই গুরু মানেন মামুনুর রশীদকে।
এরপর একটা সময়ে একের পর এক চঞ্চল ভরসা খুঁজে পেয়েছেন বৃন্দাবন দাসের নাটকে। পাবনার আঞ্চলিক ভাষার সেসব নাটকের বেশিরভাগ পরিচালনা করেছেন নির্দেশক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। নাটকে তাদের সঙ্গী হয়েছেন শাহনাজ খুশি।
আর ছোট পর্দা থেকে বড় পর্দায় চঞ্চল যখন পা দিয়েছেন, তখন গল্প আর চরিত্রের প্রতি মনোযোগ দিয়েছেন দারুণভাবে।
‘মনপুরা’ সিনেমার সোনাই, ‘মনের মানুষ’ এর কালুয়া বা ‘আয়নাবাজি’র আয়নাসহ ভিন্ন চরিত্রে অভিনয়ের মুন্সিয়ানাই তাকে আলাদা করে দিয়েছে। এছাড়া চঞ্চল অভিনীত 'হাওয়া' সিনেমায় মহামারীর পর বাংলা সিনেমার হালে পানি এসেছে। আর সম্প্রতিককালে ওটিটির উত্থানেও চঞ্চল সঙ্গী হয়েছেন দারুণভাবে।
বছরখানের হল সিনেমায় চঞ্চলের অভিষেক হয়েছে আন্তর্জাতিক পরিসরেও। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত 'পদাতিক' সিনেমা আসতে চলেছে প্রেক্ষাগৃহে। ওই সিনেমায় ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন হয়ে পর্দায় আসছেন চঞ্চল। এছাড়া কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'তুফান'। ওই সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি।