প্রাচ্যনাট স্কুলের ৪৫তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে এ নাটকটি।
Published : 27 Jan 2024, 04:04 PM
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালজয়ী নাটক 'রক্তকরবী' মঞ্চস্থ করতে যাচ্ছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। মঞ্চে নির্দেশনা দিচ্ছেন মো. শওকত হোসেন সজিব।
বাংলা ১৩৩০ সনে শিলংয়ে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এ নাটক। তখন এর নামকরণ হয়েছিল ‘যক্ষ্মপুরী’। ১৩৩১ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় ‘রক্তকরবী’।
মানুষের অসীম লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কীরূপ ধারণ করেছে এরই প্রতিফলন ঘটেছে এ নাটকটিতে।
প্রাচ্যনাট স্কুলের ৪৫তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে এ নাটকটি।
ওইদিন নাটকের প্রদর্শনীর পাশাপাশি শিক্ষার্থীদের সনদপত্রও দেওয়া হবে বলে জানান প্রাচ্যনাট স্কুলের সম্পাদক শতাব্দী ওয়াদুদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনয়শিল্পী ডলি জহুর ও খায়রুল আলম সবুজ। নাট্য প্রদর্শনী ছাড়াও মিলনায়তনের বাইরে থাকবে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী।
নির্দেশক সজিব বলেন, “রক্তকরবী একটি রূপকাশ্রয়ী নাটক। তাই নাটকটি নির্দেশনার সময় বিষয়টি মাথায় রেখেছি। কখনও মনে হয়নি এ নাটকটি ১০০ বছর আগে লেখা বরং মনে হয়েছে আমাদের বর্তমান সময়কার চিন্তাভাবনা থেকেও আরও আধুনিক।”
নাটকটিতে অভিনয় করবেন আয়েশা আক্তার লাবণ্য, মোহাম্মদ ইব্রাহিম, নুরুল আনোয়ার, জেসিকা জাসিন্তা চিরান, নুসরাত জাহান ভূঞা রাফা, সুপ্রিয় কুমার ঘোষ, হাবিবা সুলতানা হাসি, মো. নাজমুল হক জুবায়ের নূর, সুপ্রিয় কুমার ঘোষ, নূরে জান্নাত ওরিশা, মাহমুদ হাসান হিমেল, বিপ্লব হাসান, বিপ্লব হাসান, মো নয়ন হোসাইন, সৌরভ পাল, পাপিয়া সুলতানা মিম, আমিনুল ইসলাম।
বাংলাদেশের থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে সুদীর্ঘ ২২ বছর ধরে কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন।
এরই মধ্যে এই স্কুলের ৪৪টি ব্যাচ সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করেছেন। পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে ৪৫তম ব্যাচেরও।