সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই ছবির শুটিংয়ের জন্য বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে নায়িকার ঘনিষ্ঠ একটি সূত্র।
Published : 08 Aug 2023, 09:43 PM
পাঁচ বছর আগে শাকিব খানের ‘নাকাব’ সিনেমায় দেখা গেছে তাকে। সেটি ছিল ভার-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি।
এবার আর যৌথ প্রযোজনার নয়, বাংলাদেশের একটি বড় প্রযোজনা সংস্থার সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
আনন্দবাজার জানিয়েছে, শিগগিরই বাংলাদেশের সিনেমায় দেখা যাবে টলিপাড়ার এই অভিনেত্রীকে। তার তার নায়ক হিসেবে থাকবেন বাংলাদেশের জায়েদ খান।
সিনেমাটির নাম জানা না গেলেও পুরোপুরি বাণিজ্যিক ধারার এই ছবিতে বিনোদনের সব উপাদান থাকবে বলে জানিয়েছে আনন্দবাজার।
ছবিটি পরিচালনা করবেন তাজু কামরুল।
পুরো খোলাসা না করলেও সায়ন্তিকা আনন্দবাজার অনলাইনকে বলেন, “কথা চলছে। কিন্তু এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।”
সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই ছবির শুটিংয়ের জন্য বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে নায়িকার ঘনিষ্ঠ একটি সূত্র।
টলিউড অভিনেত্রীদের মধ্যে ঋতুপর্ণা এক সময় বাংলাদেশের ছবিতে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। কিছু ছবিতে দেখা গিয়েছে পার্নো মিত্রকেও। সম্প্রতি ঢালিউডের ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল।