
আমরা দর্শকদের ‘মিসজাজ’ করি: মাহমুদুল ইসলাম
আলাপের শুরুটা শেষ খবর দিয়েই হলো। নেটফ্লিক্সের ‘অরিজিনাল কন্টেন্ট’ হিসেবে ‘ইতি তোমারই ঢাকা’ অচীরেই দেখা যাবে অন্যান্য ‘কন্টেন্টের’ পাশাপাশি। এখন পর্যন্ত শুধুমাত্র ‘কমলা রকেট’ সিনেমাটিই আছে এই বিশ্ববাজারের প্লাটফর্মে।