‘সালমান টকিজ’ নামের এই হল খোলা হবে মুম্বাই ও দেশের অন্য বড় শহর ছাড়াও ছোট শহর, এমনকি পিছিয়ে পড়া অঞ্চলেও । যেখানে অন্য হলের তুলনায় টিকিটের দাম হবে অনেকটাই কম।
Published : 27 Nov 2023, 08:52 AM
ব্যবসায় হাত পাকাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। শোনা যাচ্ছে সারা ভারত জুড়ে সিনেমা হল খুলতে চলেছেন তিনি।
আনন্দবাজার বলেছে, সম্প্রতি ‘টাইগার ৩’ এর সাফল্যের খুশিতে এমন ঘোষণা দিয়েছেন ভাইজান।
তবে ভাইজানের এসব সিনেমা হলে আর পাঁচটা হলের মতো কাড়িকাড়ি অর্থ খরচ হবে না, থাকবে অন্য সুবিধাও।
যদিও সিনেমা হলের পরিকল্পনাটা অভিনেতা নিয়েছিলেন কোভিডের আগেই; মহামারির কারণে সব পিছিয়ে দিতে বাধ্য হন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাইজান বলেন, “আমি অনেকদিন ধরে অপেক্ষা করে আছি। আসলে এটা বাস্তবায়নে অনেকটা সময় দরকার। জমি, নির্মাণকাজ, লোক নিয়োগ সব মিলিয়ে বিরাট কর্মযজ্ঞ। তবে সব ঠিকঠাক থাকলে আগামী বছরই কাজ শুরু করব। ধীরে ধীরে শুরু করব। তবে করবই, এই বিষয়ে নিশ্চিত।”
‘সালমান টকিজ’ নামের এই হল খোলা হবে মুম্বাই ও দেশের অন্য বড় শহর ছাড়াও ছোট শহর, এমনকি পিছিয়ে পড়া অঞ্চলেও। যেখানে অন্য হলের তুলনায় টিকিটের দাম হবে অনেকটাই কম।
বাচ্চা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে মিলবে টিকিট।
দীপাবলিতে মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ এখন পর্যন্ত বিশ্বজুড়ে ব্যবসা করেছে ৪২৭ কোটি রুপির কিছু বেশি।
মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’র প্রধান দুই চরিত্রে ভারতীয় গুপ্তচর অবিনাশ সিং রাঠোর এবং পাকিস্তানি গুপ্তচর জোয়ার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
আদিত্য চোপড়া প্রযোজিত স্পাই ইউনিভার্সের নতুন এ সিনেমায় ক্যামিও চরিত্রে শাহরুখ খান ও হৃতিক রোশনও আছেন। এ সিনেমায় জোরালো প্রতিপক্ষ ইমরান হাশমির মুখোমুখি হয়েছেন ভাইজান।
সালমানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ২০১৭ সালে এর সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এবার এসেছে তৃতীয় কিস্তি।
‘টাইগার ৩’ নিয়ে হতাশ ভারতের হলমালিকরা
‘আনকাট’ সেন্সর ছাড়পত্র পেল ‘টাইগার ৩’
টাইগার ৩: শাহরুখের সঙ্গে হৃতিকও থাকছেন!
স্ত্রী ও তার সাবেক প্রেমিকের ‘টাইগার থ্রি’ দারুণ লেগেছে ভিকির