নেটফ্লিক্সের সবচেয়ে ব্যয়বহুল ছবি

‘দি গ্রে ম্যান’ ছবির বাজেট ধরা হয়েছে প্রায় ২০ কোটি মার্কিন ডলার।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 02:39 PM
Updated : 18 July 2020, 02:39 PM

আর এই ছবি পরিচালনা করছেন ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত পরিচালক, দুই ভাই জো এবং অ্যান্থনি রুসো।

শুধু তাই নয় ছবিতে অভিনেতা হিসেবে নেওয়া হবে ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত ক্রিস ইভান্সকে। তার সঙ্গে আরও অভিনয় করবেন রায়ান গসলিন।

প্রোডাকশনে সঙ্গে জড়িত একজনের সূত্র ধরে ডেডলাইন ডটকম জানায়, এই ছবির তৈরির অন্যতম কারণ হল অনলাইন প্ল্যাটফর্মে ‘জেমস বন্ড’  মাত্রার একটা ব্যয়বহুল ধারাবাহিক ছবি নির্মাণ করা।

রুসো ভাইদের নিজস্ব প্রতিষ্ঠান ‘এজিবিও’র প্রযোজনায় তৈরি হতে যাওয়া এই ছবির চিত্রনাট্য লিখেছেন জো রুসো। সঙ্গে আছেন ক্রিস্টোফার মার্কাস এবং স্টিফেন ম্যাকফিলি; যারা রুসো পরিচালিত ‘ক্যাপ্টেন আমেরিকা’ এবং ‘অ্যাভেঞ্জারস’ ছবিতে চিত্রনাট্য লিখে হয়েছেন সমাদৃত।

গুপ্তচর ও গোয়েন্দা নির্ভর এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে মার্ক গ্রেনি’র ২০০৯ সালের উপন্যাস ‘দি গ্রে ম্যান’ অবলম্বনে।