যুক্তরাষ্ট্রের বস্টনের কাছে মেডফোর্ড শহরে নিজের বাড়িতে শনিবার মারা যান দুলাল তালুকদার, তার বয়স হয়েছিল ৭৮ বছর।
Published : 13 May 2024, 12:34 PM
প্রাবাসী নৃত্যশিল্পী দুলাল তালুকদার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
যুক্তরাষ্ট্রের বস্টনের কাছে মেডফোর্ড শহরে শনিবার নিজের বাড়িতে তিনি মারা যান।
দুলাল তালুকদারের বড় ভাই মোস্তাক তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মোস্তাক তালুকদার জানান, এই নৃত্যশিক্ষক দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে ভুগছিলেন। সোমবার দুলাল তালুকদারের জানাজা এবং দাফনের তারিখ ও সময় জানানো হবে।
পরিবারে দুলাল তালুকদার তার স্ত্রী এবং দুই মেয়েকে রেখে গেছেন।
দুলাল তালুকদার বাংলাদেশের বুলবুল ললিতকলা একাডেমির প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ছিলেন একাধারে নৃত্যশিল্পী, শিক্ষক, কোরিওগ্রাফার এবং সংগীতজ্ঞ। বাংলাদেশের সংস্কৃতিতে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার কাজে তিনি নানা ধরনের অবদান রেখেছেন।
১৯৪৬ সালে কলকাতায় দুলাল তালুকদারের জন্ম। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তারা ঢাকায় চলে আসেন। ঢাকায় এই পরিবারের বসবাস ছিল কমলাপুরের ঠাকুরপাড়ায়।
ছেলেবেলাতেই গান ও নাচ শেখার প্রতি ঝোঁক দেখা যায় তার। তার পাঁচ ভাইয়ের মধ্যে একজন সাবেক নির্বাচন কমিশনার, গল্পকার মাহবুব তালুকদার। মূলত বড় ভাই মাহবুব তালুকদারের উৎসাহেই নাচ চালিয়ে গেছেন দুলাল তালুকদার।
বাংলাদেশ স্বাধীনের পর কিছুদিন দেশে ছিলেন দুলাল তালুকদার। তারপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে স্থায়ীভাবে তার বসবাস শুরু ১৯৭৪ সালে।
এক বর্ণাঢ্য কর্মজীবনে দুলাল তালুকদার নাচের শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), বোস্টন ইউনিভার্সিটি, বিশ্বখ্যাত লোকনৃত্যদল ‘মান্দালা’সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। দীর্ঘদিন হার্ভার্ড ইউনিভার্সিটির স্কুল অব ড্যান্সের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। গত শতকের ষাটের দশকে সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে বিশ্বের প্রায় ২০টি দেশে নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ, ইরানের বাদশাহ রেজা শাহ পাহলভি, চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন দুলাল তালুকদার।
‘আমি দুলাল তালুকদার’ নামে তার আত্মজীবনীমূলক প্রকাশিত হয়েছে ঢাকা থেকে। বইটিতে এক রক্ষণশীল সমাজের ব্যূহ ভেদ করে পুরুষ হয়েও তার নৃত্যচর্চা চালিয়ে যাওয়ার সংগ্রাম তুলে ধরেছেন তিনি। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠা করার সব গল্পও বলেছেন এই বইয়ে।