“মা আমাদের লম্বা চুল খুব পছন্দ করতেন।”
Published : 03 Aug 2024, 05:50 PM
সিনেমার চরিত্র হয়ে উঠতে বহু কিছু করতে হয় অভিনয় শিল্পীদেন। ওজন কমানো-বাড়ানো, রোদে পুড়ে গাত্রবর্ণ তামাটে করা তো আছেই, কখনো কখনো সাধের চুল কেটে মাথা মুড়িয়েও ফেলতে হয় তাদের।
এসব ত্যাগ স্বীকারে আপত্তি নেই শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের। কিন্তু আপত্তি কেবল কেশরাজিতে কাঁচি ছোঁয়াতে।
আনন্দবাজার লিখেছে, এক সাক্ষাৎকারে চুল নিয়ে কথা বলেছেন জাহ্নবী।
জাহ্নবী বলেন, “এখন তো প্রযুক্তির মাধ্যমেই ন্যাড়া মাথা দেখানো যায়। আমি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায় কাজ করতে গিয়ে কাঁধে চোট পেয়েছি। রক্তপাত হয়েছে। হাড় ভেঙেছে। নিজের উপর নানা রকমের অত্যাচার করেছি। কিন্তু সব চুল কেটে ন্যাড়া হতে পারব না আমি। কারণ মা আমাদের লম্বা চুল খুব পছন্দ করতেন।
মুক্তি পেয়েছে জাহ্নবীর সিনেমা ‘উলঝ’। এই সিনেমার জন্য জাহ্নবীকে পরিচালক বলেছিলেন চুল ছোট করতে। কিন্তু প্রয়াত মায়ের কথা উপেক্ষা করা তার পক্ষে সম্ভব না বলে জানান জাহ্নবী।
“আমি চুল কাটিনি, কাটা সম্ভব নয়। এটা নিয়ে পরিচালকের সঙ্গে বহুবার আলোচনাও হয়েছিল।”
একবার চুল ছোট করে কাটার জন্য মায়ের কাছে বকুনিও খেয়েছিলেন বলে জানান জাহ্নবী।
খাওয়াদাওয়া বন্ধ ছিল, এমনকি চলাফেরাও করতে পারেননি জাহ্নবী
কেন সিনেমা ছেড়ে দিতে চেয়েছিলেন জাহ্নবী?
অভিনেত্রী বলেন, “মনে আছে, ‘ধড়ক’ সিনেমা সময় আমি চুল কেটেছিলাম বলে মা খুব বকেছিল। মায়ের কড়া নির্দেশ ছিল যে কোনো চরিত্রের জন্য আমি যেন চুল না কাটি। আমার চুল নিয়ে মায়ের খুব গর্ব ছিল। তাই আমি কখনই চুল ছোট করে কাটব না।”