৩ থেকে ৯ অগাস্ট প্রতিদিন দুপুর ২টায় দীপ্তর পর্দায় থাকছে শাবনূরের সিনেমা।
Published : 03 Aug 2024, 11:25 AM
দীপ্ততে টিভিতে শুরু হচ্ছে শাবনূর সপ্তাহ। এই টেলিভিশনের পর্দায় শনিবার থেকে আগামী সাতদিন দেখানো হবে ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে নায়িকা শাবনূরের সাতটি সিনেমা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দীপ্ত জানিয়েছে, ৯ অগাস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ২টায় দেখানো হবে শাবনূরের সিনেমা।
শনিবার থাকছে আরিফ মাহমুদের পরিচালনায় ‘খেয়াঘাটের মাঝি’; এতে শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস, ববিতাসহ আরো অনেকে। রোববার প্রচার হবে ওয়াকিল আহমেদের পরিচালনায় ‘ভুলো না আমায়’; এই সিনেমায় শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ, অমিত হাসানসহ আরো অনেকে।
সোমবার দেখানো হবে শাবনূর, মৌসুমী এবং মান্না অভিনীত ‘দুই বধূ এক স্বামী’; সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক।
মঙ্গলবার ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’ প্রচার হবে, এখানেও নায়ক-নায়িকা হয়েছেন শাবনূর ও মান্না, গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পূর্ণিমা; সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক।
বুধবার আবিদ হাসান বাদলের পরিচালনায় ‘তুমি শুধু তুমি’ সিনেমাটি প্রচার করবে দীপ্ত টেলিভিশন। এই সিনেমায় শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন রিয়াজ ও অমিত হাসান।
বৃহস্পতিবার থাকছে নারগিস আক্তারের পরিচালনায় বাংলা সিনেমা ‘চার সতীনের ঘর’। এই সিনেমায় আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ আরো অনেকে অভিনয় করেছেন।
শেষ দিন, অর্থাৎ শুক্রবার দেখানো হবে শাহ মো. সংগ্রামের পরিচালনায় ‘বলবো কথা বাসর ঘরে’; এই সিনেমায় শাবনূরের সঙ্গে শাকিব খান, ওমর সানি, সাহারাসহ আরো কয়েকজন কাজ করেছেন।
নব্বইয়ের দশকের গোড়ার দিকে ‘চাঁদনী রাতে’র মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন শাবনূর। তার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। সিনেমায় আসার পর পরিচালক এহতেশাম তার নাম রাখেন শাবনূর।
পরে প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে শাবনূরে জুটি হয়ে উঠে দারুণ জনপ্রিয়; তাদের অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘তুমি আমার’সহ বেশ কয়েকটি সিনেমা ছিল বেশ ব্যবসা সফল।
২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর।
সিনেমা থেকে অনেক বছর দূরে সরে থাকা শাবনূর ছেলেকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ায় সিডনিতে।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগল মানুষ’ সিনেমার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে মাঝে-মধ্যে দেশে ফিরেছেন, দুয়েকটি বিজ্ঞাপনচিত্রেও তাকে দেখা গেছে। কিন্তু বড় পর্দায় শাবনূরকে এতদিন পায়নি দর্শক।
এর মধ্যেই শোনা গিয়েছিল, নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় 'মাতাল হাওয়া' সিনেমা দিয়ে অভিনয়ের বিরতি ভাঙতে যাচ্ছেন শাবনূর। ওই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদের।
তবে চয়নিকার সিনেমা নয়, নয় বছর পর শাবনূরের বিরতি ভাঙছে আরাফাত হোসাইনের 'রঙ্গনা' দিয়ে। বিরতি দিয়ে দিয়ে ‘রঙ্গনা’ সিনেমার শুটিংও শুরু করেছেন শাবনূর।