শুক্রবার থেকে হলটিতে চলছে হলিউডের তিনটি সিনেমা ও একটি বাংলা সিনেমা।
Published : 03 Aug 2024, 04:58 PM
কোটা আন্দোলন ঘিরে সংঘাতময়-সহিংস পরিস্থিতিতে স্টার সিনেপ্লেক্সে দেশের নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি।
শুক্রবার থেকে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফানের’ সঙ্গে হলিউডের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, 'ডেসপিকেবল মি ফোর’ এবং 'এ কোয়াইট প্লেস: ডে ওয়ান' দেখানো হচ্ছে স্টার মাল্টিপ্লেক্সের সব শাখায়।
সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ গ্লিটজকে বলেছেন প্রায় দশদিনের মত বন্ধ থাকার পর গত ২৫ জুলাই থেকে সিনেপ্লেক্স খুলেছে।
তিনি বলেন “নতুন করে বাংলা সিনেমা মুক্তি না পাওয়ায় তুফান সিনেমাই চালাচ্ছি। সঙ্গে হলিউডের তিনটা মুক্তি পেয়েছে।”
ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গত ১৮ জুলাই বন্ধ হয়ে যায় দেশের অধিকাংশ মাল্টিপ্লেক্স ও একক সিনেমা হল। এরপর ব্রডব্যান্ড ইন্টারনেট ফেরার পর এবং কারফিউ শিথিল করা হলেও মাল্টিপ্লেক্সে আশানুরূপ দর্শক মেলেনি।
মেসবাহ উদ্দিন বলেন, “শো চলছে কিন্তু সেই দর্শকের যে জোয়ার ছিল সেটা নেই। পরিস্থিতি যেহেতু পরিবর্তন হচ্ছে আশা করছি দর্শক আসবে।”
নতুন বাংলা সিনেমা মুক্তির প্রয়োজন বলে মনে করেন মেসবাহ।
তিনি বলেন, “এখন সিনেমা হলে নতুন সিনেমা দরকার। 'তুফান' রিলিজ পেয়েছে প্রায় দেড় মাস হয়ে গেল। এখন নতুন, ভালো সিনেমা মুক্তি পেলে হয়ত আবার সেই দর্শক ধরে রাখা সম্ভব। দেশের পরিস্থিতি পরিবর্তন হলে দুই সপ্তাহ পরেও 'জংলি', 'নীলচক্র', 'দরদ' এসব মুক্তি দেওয়া হয় তাহলে সিনেমা হলের অবস্থা পরিবর্তন হতে পারে।
স্টার সিনেপ্লেক্সে হলিউডের যে সিনেমাগুলো চালানো হচ্ছে সেগুলোর মধ্যে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ অন্যতম, যা মুক্তি পায় গত ২৬ জুলাই।
এটি ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। মুক্তির শুরুতেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। প্রথম দিন বিশ্বব্যাপী ৬ কোটি ৪৮ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৭৬০ কোটি ২৫ লাখ টাকা) আয় দিয়ে শুরু করা সিনেমাটি প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ৪৩৮ মিলিয়ন ডলার রোজগার করেছে, যা বাংলাদেশি টাকায় ৫ হাজার কোটি টাকার বেশি।
অর্থাৎ এরই মধ্যে ১০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। চলতি বছরে এই সিনেমাটিই উদ্বোধনী দিনে সর্বোচ্চ আয়করী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। এ ছাড়া হলিউডে ষষ্ঠ বৃহত্তম উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’।