লিজার দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ প্রকাশ

বাজারে এল ২০০৮ সালের ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজার দ্বিতীয় একক অডিও অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2015, 03:26 PM
Updated : 14 July 2015, 03:26 PM

মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, কণ্ঠশিল্পী লোপা ও কণা উপস্থিত ছিলেন।

অ্যালবামে ১১টি আধুনিক গান রয়েছে, যার দুটিতে লিজার সঙ্গে আসিফ আকবর ও আরিফিন রুমী কণ্ঠ দিয়েছেন।

গানের প্রকাশনা উৎসব ‍উপলক্ষে লিজা বলেন, “নানা ব্যস্ততা সামলে শেষ পর্যন্ত নিজের মনের মতো করে একটি অ্যালবাম বের করতে পেরেছি। এটাই আমার কাছে আনন্দের ব্যাপার।”

গানগুলো শ্রোতাদের মনে সামান্য হলেও দোলা দেবে বলে মনে করছেন তিনি।

গানের কথা লিখেছেন জাহিদ আকবর, সুদ্বীপ কুমার দ্বীপ, মেহফুজ আল ফাহাদ, তুষার, রবিউল ইসলাম জীবন, শফিক তুহিন।

সংগীত শিল্পী হিসাবে পরিচিত হলেও লিজা উপস্থাপনাও করেন, খেলেন ব্যাটমিন্টনও।

১৯৯১ সালে জন্ম নেয়া লিজা ২০০৮ সালে গাজীপুর পাইলট গার্লস হাই স্কুল থেকে কমার্সে মাধ্যমিক উত্তীর্ণ হন। ময়মনসিংহের শহীদ নজরুল ইসলাম কলেজ থেকে ২০১০ সালে তিনি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে এমবিএ করছেন।

সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘ক্লোজ আপ ওয়ান’-এর ২০০৮ আসরের চ্যাম্পিয়ন লিজার প্রথম একক অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’ প্রকাশিত হয় ২০১২ সালে।