
‘অজ্ঞাতনামা’ নিয়ে ফিরছেন তৌকির
ইমতিয়াজ হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2015 11:30 AM BdST Updated: 06 Jun 2015 11:43 AM BdST
দীর্ঘ আট বছর বিরতির পর পরিচালনায় ফিরলেন তৌকির আহমেদ। সম্প্রতি রাজবাড়ীর পাংশায় শুরু হয়েছে তার চতুর্থ সিনেমা 'অজ্ঞাতনামা'র শুটিং।
সিনেমাটি নিয়ে তৌকির গ্লিটজকে বলেন, “মঞ্চ নাটক লেখার পাশাপাশি ছোট পর্দার কাজের ব্যস্ততার ভিড়ে ইচ্ছা থাকা সত্ত্বেও সিনেমা নির্মাণ হয়ে ওঠে না। তাছাড়া সিনেমা বানানো সহজ কাজ নয়। গল্প-চিত্রনাট্য থাকলেই সিনেমা নির্মাণ সম্ভব নয়, সিনেমা নির্মাণে প্রয়োজন বড় বাজেটের । তাই এই বিরতি নিয়ে কাজ করা। চার বছর সময় নিয়ে গল্প, চিত্রনাট্য, সংলাপ লেখা। আশা করি দর্শক একটি ভালো সিনেমা পেতে যাচ্ছে।”
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়, তৌকির আহমেদের রচনা ও পরিচালনায় এই সিনেমায় অভিনয় করছেন মোশাররফ করিম, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নিপুণ, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ শরীফ, শাহেদ আলী সুজন, নাজমুল হুদা বাচ্চু প্রমুখ।
সিনেমায় ফরহাদ চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম গ্লিটজকে বলেন, “তৌকির ভাইয়ের নির্দেশনায় এর আগে নাটক এবং চলচ্চিত্রে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তিনি একজন দক্ষ নির্মাতা। আমি দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করি তার নির্দেশনায় কাজ করতে। সবচেয়ে বড় কথা হল, নতুন কিছু শেখা যায় তার সাথে কাজ করলে। নিজের সর্বোচ্চটা দিয়ে এখানে কাজ করছি। দর্শকদের শুধু এতটুকু জানিয়ে রাখতে চাই, সময়োপযোগী একটি চলচ্চিত্র পেতে যাচ্ছেন আপনারা।”
সিনেমাতে বিউটি চরিত্রে রূপদান করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ।

বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যে কাজ করে। সেই জীবনের একটি অধ্যায় এই ছবিতে তুলে ধরতে রাজবাড়ীর পাংশা, গোয়ালন্দ এবং ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন সম্পন্ন হবে বলে তৌকির গ্লিটজকে জানান।
তৌকির আহমেদ ইতিপূর্বে ‘জয়যাত্রা’, ‘রুপকথার গল্প’ এবং ‘দারুচিনি দ্বীপ’ নামে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘অজ্ঞাতনামা’ তার পরিচালিত চতুর্থ চলচ্চিত্র। 'জয়যাত্রা’ সিনেমার নির্মাতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- মুক্তি পেল পরমব্রতর ওয়েব সিরিজ ‘শরতে আজ’
- ‘বাংলিশ’ বিতর্ক নিয়ে একুশের নাটক ‘ভাষার আর্তনাদ’
- প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে একুশের গান
- ‘বাবাকে বাঁচাতে বাধ্য হয়ে এগুলো করেছিলাম’
- হাসপাতালে কুদ্দুস বয়াতি, প্রধানমন্ত্রীর সহায়তা চায় পরিবার
- পুলিশ অভদ্রতা করেনি: সালমান মুক্তাদির
- আমি দেশের ‘শ্রেষ্ঠ হনুমান’: এটিএম শামসুজ্জামান
সর্বাধিক পঠিত
- চকবাজারের আগুনের সূত্রপাত কীভাবে
- চুড়িহাট্টার অগ্নিকাণ্ড: ক্যানেস্তারাগুলো কাজ করেছে ‘বোমার মত’
- ‘তুই বেঁচে আছিস!’
- অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল নবি
- টেস্ট দলে সৌম্য
- বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ড টেস্ট দলে অ্যাস্টল
- নরককুণ্ডের ক্ষেত্র যেন ‘তৈরি হয়েই ছিল’
- বিশ্ব-রাজিথার দারুণ বোলিংয়ে আগ্রাসী ডি কক
- চকবাজারে আগুন: অবহেলাজনিত প্রাণনাশের মামলা
- প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচ মিরপুরে