ইসলাম ধর্ম গ্রহণ করেছেন লিন্ডসে?
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2015 05:42 PM BdST Updated: 15 May 2015 05:42 PM BdST
এবার কুরআন শরীফ হাতে ক্যামেরাবন্দি হলেন মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহান। শোনা যাচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।
মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ২০১২ সালে গ্রেফতার হন লোহান। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী নিউ ইয়র্কের এক শিশু কেন্দ্রে তাকে সমাজ সেবামূলক কাজ করতে বলা হয়। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল বলছে, ১২৫ ঘণ্টার এই কম্যুনিটি সার্ভিস ঠিক মতো না করলে জেলে যেতে হতে পারে তাকে।
সম্প্রতি শিশু কেন্দ্রে দুই ঘণ্টা দেরিতে পৌঁছান লোহান। ফিরতি পথে তার হাতে দেখা যায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ। লোহানের হাতে কুরআন দেখে গুঞ্জন উঠেছে, এবার হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।
আধ্যাত্মিক বিষয়ে লোহানের আগ্রহ কিন্তু নতুন নয়। গত বছর অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, "আমি সবসময়ই আধ্যাত্মিক মনোভাবের, যত সময় যাচ্ছে আমি আরও বেশি আধ্যাত্মিক হয়ে যাচ্ছি।"
টিনএইজ বয়সে কাব্বালাহ মতাবলম্বীদের সমর্থনে হাতে লাল সুতো পড়তে দেখা গেছে লোহানকে। এছাড়া বৌদ্ধদের এক গোষ্ঠীরও অংশ হয়েছিলেন তিনি।
২৮ বছর বয়সী লোহান আইরিশ-ইতালীয় বংশোদ্ভূত। তিনি বড় হয়েছেন ক্যাথলিক খ্রিস্টান পরিবারে।
-
বনানীতে চিরনিদ্রায় শাহিন আলম
-
রণবীর কাপুরের কোভিড-১৯ পজেটিভ? চাচা বলছেন, “আমি ঠিক জানি না।”
-
চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
-
নায়িকা হয়ে বড়পর্দায় ফিরছেন দীঘি
-
নারীদের প্রতি নারীদের শ্রদ্ধাঞ্জলি ‘শোনো পৃথিবী শোনো’
-
আরেক প্রতিষ্ঠানের ব্যানারে প্রযোজনায় আজিজ
-
চলচ্চিত্রে রূপান্তরিত নারী তাসনুভা
-
‘তাণ্ডব’ মামলায় অ্যামাজন প্রাইম ভিডিও’র ক্ষতি
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’