উপস্থাপনা আর মডেলিং নিয়ে ব্যস্ত নাবিলা এবার অভিনয়েও নাম লেখালেন। ইমরাউল রাফাত পরিচালিত ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস: এক্সপোজ’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হওয়া নাবিলা বলছেন, ভালো চরিত্র পেলে সিনেমাতে অভিনয়েও আপত্তি নেই তার।
Published : 20 Mar 2015, 02:28 PM
‘এক্সপোজ’ নাটকের সেটে আলাপে নাবিলা বলছিলেন, অভিনয়ের প্রস্তাব একাধিকবার পেয়েছেন। কিন্তু ‘না’ ছাড়া আর কোনো উত্তর দিতে পারেননি। তবে রাফাতের নাটকে তার বাস্তব চরিত্রে অভিনয়ের সুযোগ মেলায় ‘হ্যাঁ’ বলেছেন তিনি।
অকপটে বললেন, মনের মতো গল্প আর চরিত্র পেলে নাটকে অভিনয় করবেন। নিয়মিত না হলেও বিশেষ দিবস উপলক্ষ্যে নির্মিত নাটকগুলোর ব্যপারে আগ্রহ রয়েছে তার।
আরও জানালেন, ইতোমধ্যেই বেশ কটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছে তার কাছে। কিন্তু হুট করেই চলচ্চিত্রে আসার কোনো ইচ্ছা নেই তার।
সিনেমাতে নায়ক হিসেবে কাকে চান, এ প্রশ্নে নাবিলার তড়িৎ উত্তর, “চরিত্রের প্রয়োজনে যে কেউ হতে পারে কিন্তু কোনোভাবেই ভারতীয় অভিনেতার বিপরীতে না।”
তবে উপস্থাপনা করতে চান আজীবন।
“উপস্থাপনাই হলো আমার আসল জায়গা। আমি সারা জীবন এটা চালিয়ে যেতে চাই। দর্শকরা যতদিন আমাকে পর্দায় উপস্থাপনায় দেখতে চায় আমি ততদিন পযর্ন্ত উপস্থাপনা করে যেতে চাই।”
নাবিলা জানালেন, টেলিভিশনের জন্য সৃজনশীল অনুষ্ঠান নির্মাণের ইচ্ছা রয়েছে তার।
২০০৬ সালে বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাহিরে’ অনুষ্ঠানে উপস্থাপনার মাধ্যমে গণমাধ্যমে কাজ শুরু করেন নাবিলা।