জয়ার ‘রাজকাহিনি’
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2015 02:54 PM BdST Updated: 11 Mar 2015 03:09 PM BdST
-
পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি তুলে ধরলেন তার নতুন সিনেমা 'রাজকাহিনী'র পাত্র-পাত্রীদের। ছবি: ফেইসবুক।
-
-
-
টালিগঞ্জের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘রাজকাহিনি’তে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। নারীকেন্দ্রিক এই সিনেমায় সুপ্রিয়া দেবী, ঋতুপর্ণা সেনগুপ্ত, সাবিত্রী মুখোপাধ্যায়, পার্নো মিত্রদের সঙ্গে অভিনয় করছেন তিনি।
Related Stories
অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক-এ সিনেমার পাত্রপাত্রীদের ছবি সহ ‘ফার্স্ট লুক’ প্রকাশ করেছেন সৃজিত নিজেই। সেখানেই জানা গেছে জয়া অভিনীত চরিত্রটির নাম রুবিনা।
এদিকে ১২ বছর পর ‘রাজকাহিনী’র মাধ্যমে সৃজিতের সঙ্গে কাজ করছেন ঋতুপর্ণা।

এ বিষয়ে সৃজিত বলেন, “পাশ্চাত্য যেভাবে হলোকাস্টকে ট্রিট করেছে, সেটা নিয়ে যে ধরনের বই লেখা হয়েছে, সিনেমা হয়েছে, সংস্কৃতিতে এসেছে, সেভাবে দেশবিভাগকে আমরা মনে রাখিনি।”
“খুব তাড়াতাড়ি ভুলে গিয়েছি ক্ষতটা। আজকের প্রজন্মের কাছে পার্টিশান ঠাকুরমার ঝুলি।”
সিনেমাটির শুটিং শুরু হয়েছে ২০১৪ সালের ডিসেম্বর মাসে। ২০১৫ সালের জানুয়ারি
ভারতীয় লেখিকা ইসমত চুগতাই ও দেশবিভাগের পর পাকিস্তানে পাড়ি দেওয়া লেখক সাদত হাসান মান্টো এবং চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের প্রতি উৎসর্গ করে সিনেমাটি নির্মাণ করছেন সৃজিত।
“কারণ এঁদের কাজে পার্টিশনের যন্ত্রণা সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আমায়।”

এছাড়াও থাকছেন ব্রাত্য বসু, কৌসিক সেন, আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, নাইজেল আকারা, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক। সিনেমাটির প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ।
প্রায় একই সময়ে সুস্মিতা সেনকে নিয়ে ‘নির্বাক’ নির্মাণ করেন করেন সৃজিত। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির ডাবিং এবং সম্পাদনার কাজ শুরু হয়।
দুটি সিনেমাই এ বছর মুক্তি দেওয়ার কথা ভাবছেন সৃজিত।
-
১৪৫ গানের স্বত্ব বেচে দিলেন শাকিরা
-
নতুন গান নিয়ে প্রমা শেখ
-
মহামারীর সময়ে অনলাইনে ছবি মুক্তির হিড়িক
-
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু শনিবার
-
ফজলুর রহমান বাবুর গান ‘ভবের মায়া’
-
বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে দিব্য জ্যোতি
-
দীপ্ত টিভিতে নতুন তুর্কি ধারাবাহিক ‘এলিফ‘
-
মোশাররফ করিমের ‘ডিকশনারি’ মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি
সর্বাধিক পঠিত
- শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত
- রিয়ালকে হারিয়ে ফাইনালে বিলবাও
- করোনাভাইরাস: আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
- চালের বাজারে লাগাম, ‘ছুটছে’ তেলের দাম
- ভারতের ক্যাচ মিসের মহড়ায় লাবুশেনের সেঞ্চুরি
- পাকিস্তান টেস্ট দলে ৯ নতুন মুখ
- করোনাভাইরাস: আক্রান্ত হয়ে ওয়ানডে সিরিজ শেষ ওয়ালশের
- বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জেইন সিদ্দিক
- প্রস্তুত হচ্ছে উইন্ডিজ, উল্টো রথে বাংলাদেশ
- ওয়াকার দুঃখ পাওয়ায় খুশি আমির