সময় থাকতে পুরস্কৃত করুন: সুচন্দা

বেঁচে থাকতেই গুণী ব্যাক্তিত্ব্যদের স্বীকৃতি বা পুরস্কার দেওয়া উচিত বলে মনে করেন সিনিয়র অভিনেত্রী ও নির্মাতা কোহিনুর আখতার সুচন্দা।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2015, 12:39 PM
Updated : 9 March 2015, 12:39 PM

“স্বীকৃতি পেলে মানুষ আরও ভালো কাজের জন্য অনুপ্রাণীত” এবং উৎসাহিত হবে, সুচন্দা গ্লিটজকে বলেন।

তিনি আরও বলেন, “প্রকৃত গুণীকে তুলে ধরতে বেঁচে থাকতেই মূল্যায়ন করা উচিত।”

তার মতে, “মৃত্যুর পর তাকে কি একটা পুরস্কার দেওয়া হলো... সেটা সে দেখতে পেলো না এবং তার কাজের যে স্বীকৃতি দেওয়া হলো, তাও জানতে পারলো না।”

তিনি সবার কাছে অনুরোধ জানিয়েছেন-- “আপনারা গুণীজনদের পুরস্কৃত করেন ভালো কথা, তার সময় থাকতে করবেন।”

প্রকৃত গুণীদের তুলে ধরতে সাংবাদিকদেরও ভূমিকা আছে বলে মনে করেন তিনি।

“অতীতের ব্যাক্তিরা এখন নেই, সবাই চলে গেছে। সেসব কথা মনে পড়লে কষ্ট লাগে। তারা যথেষ্ট গুণী ছিলেন, অন্যদের কথা সুন্দর করে তুলে ধরতেন তাদের লেখনীর মাধ্যমে। আপনারাও সেভাবে কাজ করলে নিশ্চয়ই মানুষ উপকৃত হবে।”

সুভাস দত্তের নির্মিত ‘কাগজের নৌকা’ (১৯৬৬) চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষিক্ত হন সুচন্দা। ১৯৬৮ সালে তিনি বিয়ে করেন শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানকে।

জহির রায়হান নির্মিত ধ্রুপদী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ ছাড়াও তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘নয়নতারা’, ‘আগুন নিয়ে খেলা’, ‘দুই ভাই’।

সুচন্দার পরিচালনায় ২০০৫ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘হাজার বছর ধরে’ শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকসহ ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

তার পরিচালিত প্রথম সিনেমা ‘সবুজ কোট কালো চশমা’।
 

ছবি কৃতজ্ঞতা: আরাফাত রায়হান।