‘ওয়ান্টেডের’ পোস্টার ছিঁড়ে শিল্পী-কুশলীদের প্রতিবাদ
জয়ন্ত সাহা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2015 07:37 PM BdST Updated: 23 Jan 2015 07:37 PM BdST
বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা ‘ওয়ান্টেড’এর মুক্তির দিনে চার হলে গিয়ে পোস্টার ও ব্যানার ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছে চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা।
এই বিক্ষোভে অংশ নিয়ে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান বলেছেন, “শুধু চলচ্চিত্র নয়, এটা হচ্ছে দেশ রক্ষার আন্দোলন।”
হিন্দি সিনেমা আমদানি ও প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের ডাকে বৃহস্পতিবার থেকেই এফডিসির ভেতরে ও বাইরে চলচ্চিত্র বিষয়ক সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকার চারটি প্রেক্ষাগৃহের সামনে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের ব্যানারে শিল্পী-কুশলীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় শ্যামলী হল, ফার্মগেইটের আনন্দ সিনেমা হল ও কারওয়ানবাজারের পূর্ণিমা সিনেমা হলের সামনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়। পূর্ণিমার ওপর থেকে নামিয়ে ফেলা হয় ‘ওয়ান্টেড’এর ব্যানার।


পুলিশ হলের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে তারা রাস্তায় অবস্থান নেন এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বাংলাদেশ চলচ্চিত্র অভিনয়শিল্পী সমিতির সভাপতি শাকিব খান বলেন, “আমাদের দেশ ধ্বংসের ষড়যন্ত্র চলছে, একটি দেশ ধ্বংস করতে হলে তার সংস্কৃতি ধ্বংস করতে হয়। আমাদের সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা করছে তারা।”
চলচ্চিত্র আমদানীকারদের উদ্দেশ্য করে জনপ্রিয় এই চিত্রনায়ক বলেন, “তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা একটি রাজাকার চক্র।... এতো সাহস তারা পায় কোথা থেকে?”
বিক্ষোকারীদের নিয়ে বিভিন্ন হলের অবস্থা দেখেছেন জানিয়ে শাকিব বলেন, ‘ওয়ান্টেড’ দেখতে দর্শকদের ‘তেমন’ সাড়া নেই।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান বলেন, “আমরা দেশের ভাষা ও সংস্কৃতি বিকৃত হতে দেব না।”
অন্যদের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র অভিনয়শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার এ সময় বক্তব্য দেন।


এই হলটি বিক্ষোভকারীদের অন্যতম লক্ষ্য হওয়ায় সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বাংলাদেশ হল মালিক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিনও বিক্ষোভ চলাকালে মধুমিতায় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, দুই দিনে ‘ওয়ান্টেড’ মুক্তি পেয়েছে পঞ্চাশটি হলে। শুক্রবার ঢাকার চারটি হলের টিকিট বিক্রি ও দর্শক সংখ্যা তাদের কাছে আশাব্যাঞ্জক বলে মনে হয়েছে।
বাংলাদেশে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহসভাপতি সুদীপ্ত দাসও ‘হলের অবস্থা ভাল’ বলে জানান।
তিনি বলেন, “বাংলা ছবি দর্শক টানতে পারে না।”
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
-
গ্রিস দেখল ‘হাসিনা: আ ডটারস টেল’
-
অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ
-
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন