বাণিজ্যিকভাবে 'গুরুত্বপূর্ণ' অনন্ত

অনন্ত জলিলকে আবারও ‘কর্মাশিয়ালি ইম্পর্টেন্ট পার্সন’ হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়। 

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2014, 07:51 AM
Updated : 3 Oct 2014, 08:42 AM

কেক কেটে অনন্তর এ অর্জন উদযাপন করেছেন অভিনেত্রী ও অনন্ত জলিলের স্ত্রী নুসরাত আফিয়া বর্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের পেইজে অনন্তর সঙ্গে কেক কাটা ও খাওয়ার ছবিগুলো পোস্ট করেন বৃহস্পতিবার। 

অ্যালবামের ক্যাপশনে বর্ষা লিখেছেন, “কমার্শিয়ালি ইম্পটর্েন্ট পার্সন অফ দ্য ইয়ার (২০১২)। ফিলিং গ্রেট”

২০১০ সাল থেকে এ নিয়ে চারবার এ মর্যাদা পেলেন গামের্ন্টস ও চলচ্চিত্র ব্যবসায়ী অনন্ত।

সাভারের হেমায়েতপুরে অবস্থিত এজেআই গ্রুপ অফ কোম্পানিজের মালিক অনন্ত জলিল মূলত পোশাক শিল্প ব্যাবসায়ী। একাধিক কারখানা রয়েছে তার। 

তিনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েন ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য স্পিড’ সিনেমা প্রযোজনা ও সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে। এর আগে তিনি প্রতিষ্ঠা করেন মনসুন ফিল্মস নামে নিজস্ব প্রযোজনা সংস্থা।

সংস্থাটি থেকে পরবর্তীতে মুক্তি পেয়েছে ‘হৃদয় ভাঙ্গা ঢেউ', ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ এবং ‘মোস্ট ওয়েলকাম-টু’।

মনসুন ফিল্মস প্রযোজিত প্রত্যেকটি সিনেমাতেই অভিনয় করেছেন অনন্ত। তার বিপরীতে একটি ছাড়া বাকি সব সিনেমাতেই অভিনয় করেছেন বর্ষা।